আদা
“রোগ ব্যাধি আদা, আরোগ্য হয় খেলে আদা”
আদা আমাদের খুবই পরিচিত এক প্রকার মসল্লা। দেহের বিভিন্ন সমস্যা দূর করতে আদা খুবই কার্যকরী। বর্তমানে আদাকে কাচা ও শুকনা অবস্থায় বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে।
উপকারীতা ও ব্যবহার :
১. বমিতে : শুকনো আদা মুখে রেখে চুষে চুষে খেলে বমি বমি ভাব দূর হয়। শুকনো আদা একত্রে নিয়ে রস তৈরী করে খেলে বমি বন্ধ হয়।
২. ক্ষুদা মন্দায় : খাবারের পূর্বে অথবা ভাত খাওয়ার সময় সৈন্ধব লবন মিশিয়ে অল্প পারিমাণ আদা চিবিয়ে খেলে আস্তে আস্তে রুচি ফিরে আসবে। অথবা আদা কুচি কুচি করে ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন।
৩. পেটের গন্ডগোল বা বাদহজমে : আদা একটু লবন সহ খাওয়ার পূর্বে খেলে পেট ফাপাসহ পেটের গন্ডগোল সেরে যায়। কারো কারো মতে আধা চা চামচ আদার রসের সাথে পরিমাণমত লেবুর রস মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থাকে না।
৪. সর্দিতে : কাঁচা আদার রস আধা চা চামচ+কাঁচা হলুদের রস আধা চা চামচ ও পরিমাণমত মধু মিশিয়ে ২ বার খেতে হবে। এতে তরল সর্দিসহ জ্বর জ্বর ভাব কমে যায়।
যোগাযোগ: ৩নং বাঁশবাড়ী রোড (২য় তলা), (সাত মসজিদ মার্কেট ও আল্লাহ্ করিম মার্কেটের পশ্চিম পার্শে¦), মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
মোবাইল: +880 1716 064303.
ইমেইল: [email protected]
[email protected]
ফেসবুক: http://www.facebook.com/kolikataherbal
ব্লগ: http://www.kolikataherbalcare.blogspot.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




