আমি বিক্রি হই; বিক্রিতদের কাছে
শিক্ষা
অন্ন
বস্ত্র
বাসস্থান
কিংবা অর্থনামক অনর্থের কাছে নয়
-বিক্রি হই ভালোবাসার কাছে ভালোবাসা পেতে
প্রতিবার রমণীমোহন আমায় ভালোবাসা শেখায়
মিথ্যার বেসাতি নগরের বাদশা বানায়
আমি হই মুকুটহীন সম্রাট, তারা হয় নিয়ন্ত্রা
এভাবে জ্বলি পুড়ি, এভাবেই আমি গড়ি
ভালোবাসার অনন্য নজির...
আমি বিক্রি হই; বিক্রিতদের কাছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



