হে কামার্ত খামারিয়াগণ বিশ্বাস করুন,
কার্যত কোন প্রেম নেই মানুষে মানুষে
নারী ও পুরুষে যুগল বন্ধন;
তাই কেউ কেউ প্রেমিক সাজেন
আপত্তির বৈঠকখানায় ঘরকন্না করে
শৃগালের মাংস খায় একদল হরিণ।
হে সুপুরুষ যৌবনমত্ত প্রেমকামী যুবক,
নারী জানে প্রলম্বিত সময়ের ন্যাকামো অভিনয়
জেনে রাখুন তারা হলেন শাকাহারি বাঘ-
থাবায় লুকানো নখে চিঁড়ে খায় পুরুষ বেবাক।
পুরুষ! কামে ঘামে স্নান করে নারীজন্ম
লালসায় সাড়ে প্রেমের বাহাস;
জেনে রাখুন যৌবনবতী শ্রীমতী নারীগণ
পুরুষের লৌহদণ্ড একশোটা গর্ত খুঁজে-
যে পুরুষ সবচেয়ে শ্রীমান সেও, রাম রাম।
অতএব হে কামার্ত খামারিয়াগণ
প্রেম প্রহসনে এবার থামুন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



