স্বপ্নের রংগুলো ধীরে ধীরে এত ধূসর হয়ে যায় কেন?
আজও বৃষ্টি শেষে রংধনু খেলে,
তাতে সবগুলো রং থাকে।
আমার রংধনু খেলেনা।
আঝোর ধারায় অবিরাম বৃষ্টিতেও না!
খেলবে কি করে, রংতো সব হারিয়ে গেছে!
আর এটাই নাকি নি্য়ম।
সেই কবে থেকে এমন করেই ,নিয়ম করে,
হারিয়ে যায় স্বপ্নের রংধনুর রংগুলো।
তাই হয়ত ঐ নীল আকাশের রংধনুতে
মানুষ খুজে ফেরে,
হারিয়ে যাওয়া রংগুলো
এমন করে,
বারে বারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




