ব্লগিং এর হাতে-টাইপিং নাহোল নিকে শুরু হলেও আমার ব্লগিং উপভোগ যেটা বুঝায় সেটা করেছি প্লিওসিন অথবা গ্লসিয়ার নিকে। ব্লগিং নিয়ে যতটুকু আবেগ, অনুভুতি জড়িত পুরোটাই আমার প্লিওসিন নিককে ঘিরে। সমস্যা হচ্ছে ঐ নিক পরে খোলার কারণে ওই নিকের ইমেল আইডি, পাসওয়ার্ড কোনটাই কোনভাবেই উদ্ধার করা একপ্রকার অসম্ভব। পাসওয়ার্ড পরিবর্তনজনিত সমস্যা জনিত নোটিশ বোর্ডে ইমেল জানিয়ে দেওয়ার ব্যবস্থাও মনে কোন রূপ আশা জাগ্রত করেনি। কারণ, ইমেল জানালেও ওই ইমেল উদ্ধার করা সম্ভব না। ফলশ্রুতিতে একপ্রকার নিজের ভার্চুয়াল মৃত্যুর বেদনার সামনে দাঁড়িয়ে আছি - এমন অনুভুতি সৃষ্টি করছে। ফিডব্যাকে সমস্যা জানিয়েছি, যদিও বুঝতেছিনা আদৌও অন্য কোনভাবে পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে সম্ভব হবে?
যদিও অনেকদিন ব্লগিং করা হয়না, তবুও পুরাতন ব্লগার, নিকের পুরাতন লেখা, প্রিয়তের পোস্ট, অনুসারিত ব্লগার এবং ব্লগকে ঘিরে আবেগ এবং ভালোবাসা ওই নিককেন্দ্রিক ছিল। প্রচুর ব্লগারদের সাথে মিথস্ক্রিয়াও মধুময় অতীত। স্মৃতি এবং অনুভুতির জায়গাটা হারিয়ে গেলে মন খারাপ লাগবে, এমনকি একপ্রকার মন খারাপ থেকেই পোস্টটা লেখা।
আশা করি - নিকটাতে লগিন করা কোন না কোনভাবে সম্ভব হবে।

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫