বাংলাদেশে যারা আছেন, তাদের এ ব্যপারে নিশ্চিত কোনো ভাবনা নেই। আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের অনেক সমস্যা।
ইউরোপে ক্রিকেট বিশ্বকাপ ২০১১ ব্রডকাস্ট করছে পে-টিভি Eurosport2। তবে ইংল্যান্ড/আয়ারল্যান্ডে পে-টিভি SkySports ব্রডকাস্ট করছে। সমস্যা হচ্ছে অন্য জায়গায়, এসব পেটিভির সাবস্ক্রিপশন নিতে হয় ১ বছরের জন্য। যা ন্যুনতম ৩৫০ ইউরো। ইংল্যান্ডে এর চেয়ে বেশি।
এরপর উপায় বাকি থাকে একটা, অনলাইনে ৩০/৪০ ডলারের প্যাকেজে বাজে Resolution-এ ভিডিও এবং নেট স্পীডে খেলা দেখা। অনেক সাইট ১২০০ kbps বললেও ৬৫০ kbps এর বেশি পাওয়া যায় না। অবশ্য অনেক সাইটে ফ্রী দেখা যায়। তবে সেগুলোর কোয়ালিটি অনেক বাজে, ৩০০ kbps এর বেশি না।
যাইহোক, ইউরোপে আপনারা কে কি ব্যবস্থা নিয়েছেন? ধারণা করতে পারি ক্রিকেট দেশ ইংল্যান্ড/আয়ারল্যান্ডে কারো সমস্যা হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




