হুমম! আত্মউপলদ্ধি!! একটা হায় হায় মার্কা কবিতা!!
কাউকে বলিনি আমি ভালোবাসতে
ডাকিনি কাউকে আমি পাশে দাড়াঁতে...
তাই আমি একা বলে,আর কেউ নয়
দোষী শুধু এই আমিই একা
অযথা দীর্ঘ নির্ঘুম রাতগুলো্তে
আমার দীর্ঘশ্বাস যায় হারিয়ে
কেউ জানি বুঝতে পারে না
হ্যাঁ ,আমি কাউকেই বুঝতে দেব না...
বিকাল বেলায় ঝুম বৃষ্টি, আমি বিরক্ত
কেউ জানবে না এটা শুধু ভান!
বিরক্তিতে লুকিয়ে ফেলি ভেজার আগ্রহ!
এভাবেই লুকিয়ে রাখি নিজেই নিজেকে...
জানি দুর্গম সব বন্ধুর পথে
আমায় কেউ দেখে না পিছন ফিরে
দূর থেকে আমি তাদের দেখি
তবু কখনো ডাকি না...
ঝাল মশলায় ভরা খাবার,
চলে জিবের উপর অত্যাচার
পানির কষ্টে নিজেই এগোই
আশেপাশে জানি কাউকেই চিনি না।
কবিতায় জীবন খোজাঁ- ২
কবিতায় জীবন খোজাঁ- ১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




