তুমি আমার নও
তুমি কেন এমন করে তাকাও
কেন এমন করে হাসো,
কেন তোমার চোখে থাকে প্রশ্রয়?
তুমি বুঝো না আমার কি ক্ষতি করছো,
আমার যে দম বন্ধ হয়ে আসে মেয়ে।
আমি তো জানি আমার হাত পা বাধাঁ
কিন্তু মন যে বাধ মানে না,
সে তো তোমায় নিয়ে ভাবে।
মেয়েরা কত কিছু বুঝে ফেলে চোখ দেখেই,
তুমি আমায় বোঝ না কেন?
এত সহজে কি করে পারি আমি
আমার নোংরা ভাবনাগুলো লুকিয়ে ফেলতে।
প্লিজ একটু দূরে সরিয়ে দাও না আমায়,
আমি যে বড্ড বেশি চেয়ে ফেলি।
তুমি নিষিদ্ধ! আমার তো তোমায় চাইতে নেই,
সেটা ভুলে গিয়ে আজ আমি ভীষণ নোংরা।
তুমি ভাবতেও পারবে না আমি কত নোংরা
জানলে বুঝি ডাস্টবিনে ফেলতে।
কবিতায় জীবন খোজাঁ-১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




