আমার ব্যস্ততার বসতবাড়ি ও হারানো জীবন
সংসারের ভরপুর আয়োজনে সদা ব্যস্ত সারাক্ষ্ণ,
ব্যস্ততাতে বানাই বসতবাড়ি, ভুলেছি জীবন।
সবাই হাসে আর বলে, আরে কই ভুলেছো ভাই?
... -এটাই তো জীবন
আমি আমার ঝাপসা অথবা আপাত অন্ধ চোখে জীবন হাতড়ে বেড়াই,
স্বপ্নের বুলডোজারে ব্যস্ততার বসতবাড়িটা নির্মমভাবে ভেঙ্গে দিতে চাই।
সবাই চমকে উঠে আর বলে, আরে কি ভাংগছো ভাই?
-এটাই তো জীবন
ব্যস্ততায় তৈ্রি ঘিঞ্জি অন্ধকার বসতবাড়িটাতে আমার দম বন্ধ হয়ে আসে,
মনে হয় সদর দরজা ভেঙ্গে ছুটে পালাই দূরে যেখানে খিলখিলিয়ে সূর্য হাসে।
সবাই অবাক হয় আর বলে, আরে কই পালাবে ভাই?
-এটাই তো জীবন
আমার গালে টোল পড়া রাজকন্যা টাও আজ আমার আমার বসতবাড়ি দেখে তৃপ্ত হয় বুঝি,
আমার তো ইচ্ছে ওকে নিয়ে স্বপ্নমোড়া পথে হেটেঁ একসাথে আবার হারানো জীবন্ টা খুজিঁ।
ও অবাক হয় ,চমকে যায় তারপর হেসে বলে, আরে কি খুজঁবে তুমি?
- এটাই তো জীবন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




