
সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের সমন্ধে বললে এখানে ভিন্ন ধর্মীয় অনুভূতির ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্লগার আছেন। অনেকদিন ব্লগে থাকলে তাদেরকে পরিষ্কারভাবে আলাদা করা যায়। এটাই সামহোয়্যারইন ব্লগের বিশেষত্ব ও প্রকৃত সৌন্দর্য। এই ব্লগ এখন পর্যন্ত একপেশে না বলে বা এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় জন্য হাজার হাজার মানুষের এখনো সবচেয়ে প্রিয় ভার্চুয়াল আবাসস্থল। ব্লগিং করতে গিয়ে সবার সাথে একধরণের আন্তরিকতার ও সহমর্মিতার বন্ধন গড়ে ওঠে। আবার কখনো মত পার্থক্যের জন্য কিঞ্চিৎ বৈরিতার সম্পর্ক তৈরী হয় যেটা ব্যক্তিপর্যায়ে না গড়ালে বেশি শোভনীয় হবে। একজনের সব কনসেপ্টের সাথে অন্যজনের সম্পূর্ণ মিল হবেনা সেটা স্বাভাবিক। সেক্ষেত্রে গঠনমূলক সমালোচনা হওয়াটা অবান্তর কিছুনা। কিন্তু তা অবশ্যই কাওকে হেয়প্রতিপন্ন করে নয়। সবকিছু বিভিন্ন দিক থেকে যুক্তিযুক্ত চিন্তা করার দরকার আছে। তাহলেই সম্ভব কূপমুন্ডকতা দূর করা।


মানবিক দিক থেকে বিবেচনা করলেও একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো অন্য কারো খুব শীঘ্রই যন্ত্রদায়ক মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু ব্লগে একজন লোক প্রবাসী বাংলাদেশিদের স্লেভ বলছেন ও মৃত্যু কামনা করছেন (স্ক্রীনশট ১ ), একজন ব্লগারের খুব শীঘ্রই যন্ত্রদায়ক মৃত্যু কামনা করছেন (স্ক্রীনশট ২ )। এটা কী একজন সভ্য মানুষের চিন্তা হতে পারে ! সেই ব্যক্তি কেমন হতে পারে তার বিচারের দায়িত্বভার সব সম্মানীত ব্লগারদেরকেই দিলাম।



ব্লগার নিজেকে একজন লেখক,সাংবাদিক,গবেষক,অনুবাদক,দার্শনিক,তাত্ত্বিক,সমাজ সংস্কারক,শিক্ষক ও সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যোদ্ধা বলে দাবি করছেন স্ক্রীনশট ৩ )। একের ভিতর এতো মাল্টি ট্যালেন্টেড দাবিকারী লোকের কুৎসিত ব্যক্তি আক্রমণ (স্ক্রীনশট ৪ ও ৫ ) দেখলে তার এই মাল্টিগুনের কোনোটাই মেলানো যায় না। সে নিজেই কুৎসা রটায় অথচ অন্যের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ নিয়ে ব্লগে পোস্ট লিখে - "জ্ঞান-চর্চা করতে না পারলে নীচতা থেকে বিরত থাকা উচিত" । লেখাটি পড়ে তাজ্জব বনে গেলাম ! নিজের দিকে তাকিয়ে নিজের এলার্জি পর্যবেক্ষণ করে না, অথচ অন্যের এলার্জি নিয়ে ব্লগে পোস্ট দিয়ে ফেলে। এসব লোক ব্লগে ভালো কিছু লেখার চেয়ে সব সময় ঝামেলা তৈরী করার চেষ্টা করে এবং ব্লগের পরিবেশ নষ্ট করতে তৎপর থাকে।
সুশীলরা সবাই অনুভব করছেন এবং বলছেন- 'আমাদের মানবিক মানুষ হতে হবে।' কিন্তু কুশ্রী মানসিকতা আর একরোখা ব্যাকডেটেড চিন্তাভাবনা আঁকড়ে থাকলে মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ হওয়া সম্ভব না তা চারপাশে তাকালেই বুঝা যায়। একটি প্রবাদ আছে, ''কার্টেসি বিগেটস কার্টেসি।'' আগে আপনি ভদ্র ব্যবহার করতে শিখুন, মার্জিত আচরণের মানুষ হোন তারপর অন্যদের থেকে তেমনকিছু আশা করুন।
ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




