
ব্লগে বাংলা ওয়েবসাইটের লিংক যুক্ত করতে যেয়ে অনেকক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। দেখা যায়, সরাসরি কপি করে দিলে তা সুন্দরভাবে লিংক আকারে না এসে পুরো ইউআরএল এড্রেসটি চলে আসে (নিচের চিত্রের মত দেখায়) যেটা কিনা পেস্ট করার সময় এড্রেসটি পুরাপুরি না আসলে ইরোর দেখাতে পারে বা কাজ না করতে পারে।

কিন্তু আপনি খুব সহজেই সামহোয়্যার ইন ব্লগ পোস্টে ও মন্তব্যে বাংলা ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিম্নে তা স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলো :

প্রথমে লিংকের ইংরেজি অংশটুকু কপি করবেন (স্ক্রিনশট -১)

এর পরে মন্তব্যের অথবা পোষ্ট লেখার ঘরে লিংক যুক্ত করুন- এ ক্লিক করবেন। (স্ক্রিনশট -২)


ইউ আর এল -এ ইংরেজি অংশটুকু পেস্ট করবেন (স্ক্রিনশট -৩ ও ৪ )

এরপরে আলাদাকরে ওয়েবসাইটটির বাংলা অংশ কপি করবেন (স্ক্রিনশট - ৫ )


ইউ আর এল -এ বাংলা অংশটুকু স্ল্যাশের পরে পেস্ট করবেন (স্ক্রিনশট - ৬ ও ৭ )


এর পরে ইচ্ছামত টাইটেল দিয়ে লিংক যুক্ত করুন -এ ক্লিক করবেন। আপনার লিংকটি মন্তব্যে বা পোস্টে যুক্ত হয়ে যাবে (স্ক্রিনশট - ৮ ও ৯ )
আশা করি, এতদিন যারা লিংক সংযুক্ত করতে যেয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে খুব সহজে প্রয়োজনীয় লিংকটি যুক্ত করতে পারবেন। লকডাউনের এই কঠিন সময়ে সামু ব্লগের সাথে আপনার সুন্দর সময় কাটুক। শুভকামনা সবার জন্য।
ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২০ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




