
তোমায় নিয়ে জোছনা দেখব হাতে রেখে হাত
তোমায় নিয়ে পার করবো অনেক নির্ঘুম রাত !
তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো ছেড়ে এলো চুল
তোমায় নিয়ে পাড়ি দিব সাগর অকূল !
তোমায় নিয়ে রাতের আকাশে দেখবো আমি তারা
তোমায় নিয়ে শুকনো বালুচরে হব বাঁধনহারা !
তোমায় নিয়ে হারিয়ে যাব শত কাজের ফাঁকে
তোমায় নিয়ে হেটে বেড়াবো দূরের নদীর বাঁকে !
তোমায় নিয়ে দূর আকাশে উড়াবো আমি ঘুড়ি
তোমায় নিয়ে মুঠো ভরে কিনবো আমি চুড়ি !
বিঃ দ্রঃ কবিতাটি আজকে থেকে প্রায় ১০ বছর আগে লেখা
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





