জামাতীরা ধর্মের নামে নিজেদের স্বার্থসিদ্ধি করে আর ব্লগের জামাতী ছাগুরা অন্ধ ভারত বিদ্বেষ জিইয়ে রেখে পাকিপনা করে যাচ্ছে। মগবাজারী ছাগু গুলির প্রত্যেকের ব্লগে গিয়ে দেখেন ইনিয়ে বিনিয়ে যুদ্ধাপরাধী নিজামী-সাঈদী-সাকাদের সাফাই ছাড়া আর কিছু নাই। এই ছাগু গুলিই যখন টিপাইমুখ-টুখ নিয়ে হঠাৎ মাতামাতি করে ফ্লাডিং করে তখন বুঝা যায় ডাল মে কুচ কালা হ্যায়। সুখের বিষয় হল ব্লগাররা এদের চালাকিটা ধরে ফেলেছে। আর তাই লক্ষ করবেন এদের লেখা গুলি তেমন কেউ পড়েও দেখে না। কমেন্ট তো দুরের কথা।
আমার প্রশ্ন-সামহোয়্যার ব্লগ কি কোন পলিটিকাল প্লাটফরম? নাকি পল্টন ময়দান? এখানে কেন দুনিয়ার সব বিষয় নিয়ে লেখা স্টিকি করতে হবে? জামাতী ছাগু গুলি ফ্লাডিং করার দুঃসাহসই কোথায় পাচ্ছে? এই মগবাজারী ছাগল গুলির বিরুদ্ধে সামু কি ব্যবস্থা নেবে? দেখার অপেক্ষায় রইলাম............................
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




