somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা "সিলেট" পর্ব-২

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সহকর্মী জানালেন, একটু ভোলাগঞ্জ যেতে হবে, সেখাবে আমাদের একটি সাইট আছে সেই সাইটের জন্য কি রড কিনে দিতে হবে। যেহেতু আমি একজন এ্যাকাউন্ট অফিসার, ক্যাসের একটা বিষয়ে যে এখানে রয়েই গেল, রড যে কেহ কিনতে পারবে কিন্তু টাকার ঝুকিটা কে বহন করবে। তাই বাধ্য হয়ে যেতে হলো।

বাসা থেকে আম্বরখানা যেয়ে নাস্তা সেরে নিলাম, হায়রে কি খেলাম তাতেই ১০০ টাকা শেষ হয়ে গেল তার মধ্যে চা বাদ পড়ে গেল। একজন ইঞ্জিনিয়ার আমার সাথে চালছেন। তিনি বেশ মজার মানুষ যদিও আমি তার চাইতে বয়সে একটু বেশী, তবে তিনি বেশ হাস্য উজ্জল টাইপের মানুষ সদাই হাসেন, ভালই লাগলো, আমি তাকে বললাম যে চলুন ঐ সিএনজিতে দুইজন লোক লাগবে, আমরা ওখানে উঠে পরি, তিনি একটা হাসি দিয়া আমাকে বললেন। আংকেল সামনে গেলে মাথায় চোট পাবেন, পরে একটা বিপদেই পরবো। তার চাইতে কয়েক মিনিট পরেই যাই, তাই ভাল, বুঝতে পারলাম না।

একটা সিএনজিতে উঠে বেশ সময় বসে থাকতে হলো। চারজন হলো কিন্তু পাঁচ জন আর হলো না। শেষে রাগ করে বললাম, হে ভাই তুমি আমাদের কে নিয়াই চল, একজনের ভাড়া আমরাই দিয়া দিব। কারন উপায় নাই কেহই সমনে বসতে চায়না।

সিএনজি চলতে আরম্ভ করলো ১ ঘন্টা চলার পর বুঝতে পারলাম কেন লোক সমনে উঠতে চাচ্ছে না। কতবার যে সিএনজি থেকে পড়ে যাবার উপক্রম হয়েছিল তাহা বোঝাতে পারবো না। সিলেট থেকে ভোলাগঞ্জ পর্যন্ত যেথে যেতে কমপক্ষে ২০/৩০ টি পাথরের ট্রাক এবরো থেবোড় ভাবে পড়ে থাকতে দেখেছি।

মাটির রাস্তা অনেক ভাল, কিন্তু এটা হলো পাকা রাস্তা এর বেহাল অবস্থা হবার পিছনে কি করন তা তো বলাই হলো না। বাংলাদেশের যে সমস্ত বৃহৎ অট্টালিকা তৈরি হচ্ছে, তার পাথর গুলো এই ভোলাগঞ্জ থেকেই সাপলাই হয়। এক একটি ট্রাকে ৪০/৫০ টন পাথর বোঝাই করে ১০ চাকার গাড়িগুলো পাড়ি জমায় এই পথ দিয়া। আসলে এত ভাড়ী যানবাহন ভর সহন ক্ষমতা কি আমাদের রাস্তাগুলোর আছে? মোটেই নাই তবে, তাহলে জানুন, কি ভাবে কি হয়।

অর্থ মন্ত্রী মরহুম জনাব সাইফুর রহমান তৈরি করেছিলেন এই রাস্তাগুলোকে ঠিক এই ট্রাকের ভর বহন ক্ষমতা মাথায় রেখেই কিন্তু আমরা তাকে ঠিক সেই ভাবে রাখি নি , তাকে আমরা এতই অত্যাচার করেছি যে তার বুকে বিরাট বিরাট মরন ফাঁদ তৈরি হয়েছে। যদি এই ভাবে আর কিছু দিন চলতে থাকলে, এই বিশাল অর্থনৈতিক উৎসের পথ হয় তো বাংলার অভিষাপ হয়ে দাড়াবে। মনে হয় এটা দেখার আর কেউ অবশিষ্ট রইল না।

এর পার্শ্ব দিয়ে গড়ে উঠেছে, হাজারো পাথর ভাংগার করখানা সেখানে কাজ করছে, বাংলার হত দরিত্র হাজারো মানুষ যাদের মাথা গুজার কোন ঠাই নাই, জুটে না একবেলা খাবার, শিশু সন্তাকে পাথরের উপরে শুয়ে রেখে, তার মা মাথায় করে ৫০/৬০ কেজি পাথর নিয়ে ঢালছে মেশিনের মধ্যে সে কষ্ট্ নিজে চোখে দেখলে বোঝা যাবে না। যারাই পাথরের তৈরি ইমারতে মহাসুখে বসবাস করে তাদেকে যদি একবার একজুড়ি পাথর মাথায় তুলে দেয়া যেত তবে বোঝা যেত, এই পাথর বহন কতই না কষ্টের, আমার কাছে সে বেদনা আজও গুমড়ে উঠে, তপ্ত পাথরের উপরের সন্তানের কান্ন, আর মায়ের ঘামে ভিজা কপল, হায়রে বাংলাদেশ তুমি কি স্বাথীনতা দিয়েছ এই বাঙগালীকে, কতটুকু শান্তি দিতে পেরেছ এই দেশের মানুষকে, আজ এই হৃদয়ের মঝে রক্তক্ষরণ হছে, তোমার কথা ভেবে। আমার সেই মুক্তিযুদ্ধ, এই জীবন যুদ্ধের কাছে ম্লান হয়ে গেল। কিছুই বেদনার বোঝা হৃদয়ে নিয়ে পৌছলাম সেই সম্ভাবনা ময় এলাকা ভোলাগঞ্জ। কন্তিু কই সেই আমাদের সম্পদ সবই তো ভারত নিয়ে গেছে। ওটা তো ভারত।

জিজ্ঞাসা করলাম একজন বৃদ্ধাকে ভাই আমাদের সিমানা কতদুর সে দেখালো তাতে আমি বেশী খুশি হতে পারলাম না, যতদুর বুঝলাম সমস্ত পাহাড় গুলো ভারতের সিমান্তে, আমি দাড়িয়ে আছি একটি ব্রিজে, তার পাশ্বেই বিজিবি (বিডিআর) ক্যাম্প, তাতে বুঝতে আমার বাকি থাকলো না যে ঐযে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওগুলো আমাদের না। আমরা সুদুই দুর থেকে ওর সুন্দয্য দেখতেই পারবো তার কাছেও্র যাওয়ার ক্ষমতা নেই এই আমি বাঙগালীর।

এই পৃথিবী খুবই সুন্দর, এখানের মানুষ গুলো আরও বেশী সুন্দর, তবে এই সুন্দরকে সুন্দর বলাটাই আমাদের উচিৎ। কি ঠিক বলছিতো? আপনারা হয়তো অভাক হয়ে আমার এই লেখা পড়বেন। আর আমাকে অনেক মন্তব্য করবেন। এতে আমার কোন ক্ষতি বা কিছুই মনে করার নাই। আপনী যাই ভাবুন না কেন সেটা আপনার ব্যাপার তবে আমি পরিস্কার ভাষায় আপনাকে জানাতে চাই. আমি আপনার ভালটুকুই গ্রাহন করবো কিন্তু খারাপগুলো নয়।

কি কিছু বুঝতে পারছেন?

আপনার মনের গভিরে আমি বিচরন করবো এটাই স্বাভাবিক, কি তাই না?
আপনার ভালটুকু আমাকে জানাবে, এটাই সবাই চায় ।

কিন্তু কিছু লোক আছে তার ব্যতিক্রম তারা মনের অজান্তে তাদের খারাপ দিক গুলো আমাদের মাঝে তুলে, ধরে, আসলে সে তুলে ধরতে চায় না, কিন্তু তার অজান্তে সেটা বেড়িয়ে আসে্ আর এটাই মানুষের চারিত্রিক বৈশিষ্ট, কি তাই না?

অপনী যে, এই দেশটাকে ভালবাসে কি বাসেন না সেটা আমি অস্বীকার করছি না বা তা নিয়ে আমি তর্ক ও করছি না, তবে একবার আসুন না এই ভোলাগঞ্জে, কেমন আছেন সেই পাথর ভাঙগার মানুষগুলো যেই ৩/৪ পাথর দিয়ে এই এতবড় অট্টালিকা তৈরি করেছি। আপনার আরাম আয়েশের ব্যবস্থা করা হয়েছে।

রড় কিনে দিয়ে সাইটে পৌছাইয়া দিয়া, দুপুরের খাবার খাইয়ে, আবার সেই একই কায়দায় সিএনজি চেপে ফিরছিলাম, আর ভাবছিলাম, হায়রে অভাগা বাংলাদেশ তোর বুকে কি একটু শান্তি খুজে পাবো না। মাঝে মাঝে সাইনবোর্ডে দেখা যাচ্ছে সাইফুর রহমানের নাম। একজন ড্রাইভার কে সাইফুর রহমান সম্পর্কে, বেশ ভালই মন্তব্য করলো, তারা তো গর্ব করে, সকল অর্থ মন্ত্রিই তাদের দেশের, সে কি গর্ব .........................


.............................চলবে।।।।।।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিণতি - ৩য় পর্ব (একটি মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস)

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৮



( পরিণতি ৬১ পর্বে'র একটি মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস ।)

তিন


আচানক ঘুম ভেঙ্গে গেলো ।

চোখ খুলে প্রথমে বুঝতে পারলাম না কোথায় আছি । আবছা আলোয় মশারির বাহিরে চারপাশটা অপরিচিত... ...বাকিটুকু পড়ুন

ইফতার পার্টি মানে খাবারের বিপুল অপচয়

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩



গতকাল সরকারি ছুটির দিন ছিলো।
সারাদিন রাস্তাঘাট মোটামুটি ফাকাই ছিলো। ভাবলাম, আজ আরাম করে মেট্রোরেলে যাতায়াত করা যাবে। হায় কপাল! মেট্রো স্টেশনে গিয়ে দেখি গজব ভীড়! এত ভিড়... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র আর বাক-স্বাধীনতার আলাপসালাপ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৩


একাত্তর সালে আওয়ামী লীগের লোকজন আর হিন্দু ধর্মাবলম্বীরা ছিল পাকবাহিনীর প্রধান টার্গেট। যদিও সর্বস্তরের মানুষের ওপর নিপীড়ন অব্যাহত ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা আর তাদের পরিবারের... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মুমিনী চেহারা ও পোশাক দেখে শান্তি পেলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮



স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে উঠেছেন বত্রিশ মুক্তিযোদ্ধা তাঁদের চব্বিশ জনের দাঁড়ি, টুপি ও পাজামা-পাঞ্জাবী ছিলো। এমন দৃশ্য দেখে আত্মায় খুব শান্তি পেলাম। মনে হলো আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুমিনদের... ...বাকিটুকু পড়ুন

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

×