গ্রামীণফোন অতি সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য "ব্ল্যাকবেরি" সার্ভিস শুরু করেছে বলে পত্রপত্রিকায় জানা গেল। এই সার্ভিসটা নিয়ে অনেক আগে থেকেই কৌতুহল ছিল। ব্ল্যাকবেরি কোম্পানী একটি বিশেষ ধরনের হ্যান্ডসেট তৈরী করে বলেই জানি। গতকালের সংবাদ সম্মেলনে তারা ব্ল্যাকবেরি দিয়ে - হাতি মারবো-ঘোড়া মারবো - এ জাতীয় অনেক কথাই বললেন, কিন্তু মূল ব্যাপারটিই বোঝা গেল না।
বলা হয়েছে, ব্ল্যাকবেরি দিয়ে " বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরবর্তী প্রজন্মের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে"।
"ব্ল্যাকবেরি এমন একটি উদ্ভাবনী ও শক্তিশালী মোবাইল সলিউশন উপহার দিবে যা গ্রাহকদের জীবন ও কাজে আরও উৎপাদশীল, নমনীয় ও সফল হতে সহায়তা করবে"।
কী বুঝলেন প্রিয় ব্লগার বন্ধুরা? আমি কিছুই বুঝিনি.... কারণ এ সমস্ত মিষ্টি কথার সারাংশটা আমাদের জানা দরকার। মূল কথা তারা বলতে চাইছে যে, ব্ল্যাকবেরি দিয়ে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে যা দিয়ে ব্যবসা বানিজ্যে কাজ দেবে... কিন্তু সেটা কি ৩জি বা ৩.৫জি সার্ভিস? অথবা অন্যধরনের হাইস্পিড ইন্টারনেট? পরিষ্কার করা দরকার ছিল...
ব্ল্যাকবেরি সেট সহ সার্ভিসের দাম প্রায় ৩১ হাজার টাকা পর্যন্ত, মাসিক চার্জ ২ থেকে আড়াই হাজার টাকাও গুনতে হবে বলে জানিয়েছে গ্রামীণফোন। একটি লাইসেন্স ফী-ও নাকি দিতে হবে... এখন প্রশ্ন হচ্ছে এত সব দিয়ে গ্রাহকরা পাবে টা কী?
যেসব সার্ভিসের কথা বলা হয়েছে, তা ইতিমধ্যেই গ্রামীণফোনের বর্তমান গ্রাহকরা ভোগ করছেন। যেমন, 'এজ' ইন্টারনেট সার্ভিস। মাসিক চার্জ ১০০০ টাকা দিয়ে আনলিমিটেড সার্ভিসই পাওয়া যায়... । তাছাড়া নো ইউজ নো পে সার্ভিসও আছে। এ চার্জ আরও কমানোর কথা...
এখন ব্ল্যাকবেরি দিয়ে মাসিক আড়াই হাজার টাকা লাইনচার্জ দিয়ে এর চেয়ে উন্নততর কী সার্ভিস গ্রাহকরা পাবে, তার ব্যাখ্যাই করা প্রয়োজন...
গ্রামীণফোনের বোধোদয় হোক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


