তবু এখনও, কেশরে অন্ধকার হেসে উঠলে চেনা লাগে
ধুতরার বাঁশিভাঙ্গা নেশা-ভাং কিংবা অগ্নিকুণ্ডের প্রতিবিম্বে
পতঙ্গের আত্মাহুতিতে স্বপ্নগুলোর অনন্তে জ্বলে ওঠা খাণ্ডব দাহন
স্বাধীনতা তবু তুমি কখনোই আমার হওনি!
আনন্দে থাকুক তোমার নন্দনের কারাভোগ
উনুনের পেটে পেটে জীবাত্মা খুঁজে ফিরুক ঝরনার পোতাশ্রয়
আমি এক না-মানুষ—
ক্রুদ্ধ নমস্কার ছুঁড়ে দিলাম স্রষ্টার কবরে, পারো’তো ঠেকাও
কিংবা চিত্রল গেরিলা হুঙ্কারে জানিয়ে দাও বাঙালির অধিকার!
০৩.০৯.২০১৩। ০২.৩৯। ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


