উহারা—একটি অদ্ভুত রাজনীতির প্রতিচ্ছবি
উহারা একমাত্র উহাদের নিজেদের কথাই বিশ্বাস করে। অন্য কাহারো কথায় উহারা কর্ণপাত করিবে না। উহাদের নিকট সত্য কেবল উহাদের বর্ণিত সত্য, এবং অন্য যাহারা উহাদের মতের বিপরীতে কহে, তাহাদের বাক্য উহাদের কানে প্রবেশ করে না।
উহাদের রাজনীতি এক রহস্যময় প্রপঞ্চ। উহারা গণতন্ত্রের কথা কহে, কিন্তু উহাদের শাসন পদ্ধতি পর্যালোচনা করিলে উহাদের স্বৈরতন্ত্রের ছাপ স্পষ্ট প্রতিভাত হয়। উহাদের নিকট মতবিরোধ মানে শত্রুতা, এবং সমালোচনা মানেই ষড়যন্ত্র। উহাদের ভাষায় বিরোধী মানেই দেশদ্রোহী, আর উহাদের গুণগান গাওয়া মানেই দেশপ্রেম।
উহাদের দৃষ্টিতে উন্নয়ন মানে বিলাসবহুল স্থাপনা, চমকপ্রদ পরিসংখ্যান, ও তোষামোদকারীদের প্রশংসা। সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা, দারিদ্র্য, দুর্নীতি—এই সকল বিষয়ে উহারা কর্ণপাত করিবে না। উহারা কেবল উহাদের নিজস্ব জগতে, নিজস্ব বিশ্বাসে, এবং নিজস্ব স্তুতির গণ্ডিতে আবদ্ধ থাকিবে।
তাহা হইলে প্রশ্ন জাগে—উহারা কবে বাস্তবতা স্বীকার করিবে? উহারা কি কখনো জনগণের প্রকৃত স্বর শুনিবে? নাকি উহারা চিরকাল উহাদের নিজেদের কথার প্রতিধ্বনি শুনিয়া আত্মতুষ্ট থাকিবে?
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




