ব্লগে এসেই চমকে উঠি ধর্ষণ উৎসবের কথা শুনে। প্রতিবেশি ভারতের আসাম রাজ্যে এ ধরনের উৎসব হয়। আগে কখনও শুনেছি জানা নেই। বাংলাদেশের অনেক লোক আসামে যাওয়া আসা করে। তারা এমন উৎসবের কথা কস্মিণ কালে শুনেছে বলে জানা নেই। নিকট অনেকের কাছে জ্বিগাসা করলাম। তারাও বলতে পারে না। অবশেষে সংবাদের লিংক ক্লিক করে আসল কাহিনী জানলাম। আসলে উগান্ডার একটি ওয়েবসাইট যেটি হোস্ট করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হুস্টন থেকে সেখানে এই ধর্ষণ উৎসবের ভুয়ো গল্পটা লেখা হয়েছে। এই হচ্ছে তার লিংক Click This Link
সংবাদটি এখান থেকে বিভিন্ন সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আসাম রাজ্যে পুলিশের কাছে সংবাদটি আসে। আসাম হাইকোর্ট এই সংবাদের বিরুদ্ধে একটি সুযোমোটো জারি করে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে উগান্ডার কাহিনী বেড়িয়ে আসে। মার্কিন মুল্লুকে এ সংবাদ নিয়ে হৈ চৈ শুরু হয়েছে। সবাই অবাক। এটা নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি সংবাদ ছাপে এই নিন তার লিংক Click This Link
ভারতের জি নিউজও এটিকে আসামের রাজ্যে বিরুদ্ধে ঘৃনা ও বিদ্রুপ প্রচার মূলক সংবাদ হিসেবে উল্লেখ করেছে। এই হচ্ছে লিংক Click This Link
সে যাই হোক। ধর্ষণ ভারতে ব্যধিতে পরিণত হয়েছে। বাংলাদেশেও এই রোগের বিস্তার ঘটেছে। পাকিস্তানেও আছে। আসুন সবাই মিলে এর বিরুদ্ধে কাজ করি। ধর্ষণকারীদের ফাসি চাই। যারা ধর্ষণ করবে তাদের পুরুষাঙ্গ কেটে দেওয়ার আইন প্রনয়নের দাবি জানাই। ধর্ষণকারীদের সমাজ থেকে বহিস্কার করা হোক।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




