আজ ছাত্রলীগের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর মুখ ভরে মোর থু আসে
আজ ছাত্রলীগের উল্লাসে।
আটাশ তারিখ পল্টনেতে দলবলে,
করল খালি মায়েরই কোল, চোখ হল মোর টলমলে
আসল সে যম, আসল কাদন
করল তারা বিনাশ সাধন
সব কিছু, ভাই কইলে তাহা তিক্ত দুখের সুখ হাসে
মোর সিক্ত চোখে জল আসে,
আজ ছাত্রলীগের উল্লাসে।
পিটিয়ে তারা করল যে লাশ,
বেরিয়ে এল বুক ফাটা শ্বাস।
ফুললো সাগর দুলল আকাশ ছুটল বাতাস
দেশটা চেটে কুত্তা ছোটে ভারত পানে উল্লাসে
দাদার শরীর চুলকাতে
আর দেশটাকে ভাই উল্টাতে
এসব দেখে দাদা আমার সুড়সুড়িতে খুব কাশে
আজ কুত্তালীগের উল্লাসে।
আজ লাগলো দারুণ, জ্বলল আগুন
কাটা গায়ে ছিটলো যে নুন
সকল মানুষ উঠলো ক্ষেপে
লাগল আঘাত বিশ্বাসে
গো বুদ্ধিমতীর উচ্ছাসে
আজ দেশদ্রোহীরা বেড়ায় ঘুরে খুব সাহসে চারপাশে,
আজ দেশ ধ্বংসের উল্লাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




