পতন শব্দ টা গোল আলুর মতন মনে হইতাছে.. ভর্তা-তরকারী সব জায়গাতেই কেমন জানি মানায়া যায়.. বর্তমান সরকার ক্ষমতা দখলের সাথে সাথে যেমন পতন হইছে এক তত্বাবধায়কের..
তেমনি পতন শুরু হইছে আইন শৃংখলার ভারসাম্যের।
নানা পতনের সাথে সাথে পাল্লা দিয়া পতিত হইতাছে শেয়ার বাজারের দামের, যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দামের কথা আলাদা.. সে তার মত উপরের দিকে উঠতেই আছে।
এত এত পতনের পরেও সরকারের ভাবমূর্তির কোন রকম পতন ঘটবে না তা হইতে পারে না। সেই টাও যথাযথ ভাবে পতিত হইতাছে যথাস্থানে..
সারাদেশের পৌর নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ : বিএনপি ৯৭ : আ’লীগ ৮৮ : বিদ্রোহী বিএনপি ৯ : আ’লীগ বিদ্রোহী ২০ : চারদলীয় জোট ১০২ : মহাজোট ৮৯...
সরকার কেন্দ্র দখলসহ পেশিশক্তির মহড়া না দেখালে দলীয় ও জোটগত ব্যবধান আরও অনেক বেশি হতো।
সুতরাং সাধু সাবধান.. জুতা এখনো সবাই দেখায় নাই.. সময় থাকতে শুধরান.. নইলে পতন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




