একদা আমি বলেছিলাম
তুমি আর কবে বড় হবে আবেদ আলী!
সম্পদের পাহাড় গড়ে তুমি বন্ধুদের সেরা হবে!
সবচেয়ে দামী গাড়ী আর সোনায় আমায় জড়িয়ে দিবে !
বন্ধুরা তোমায় সালাম দিয়ে আসন ছেড়ে দিবে!
তোমার সম্মান হবে আকাশ ছোঁয়া,
তোমার সন্তান বুক উচিয়ে বলবে 'আমি আবেদ আলীর সন্তান'।
সেদিন তুমি মুচকি হেসেছিলে! যা বুঝতে পেরেছিলাম অনেক পরে।
:
তারপর কত কথা!
তুমি মিশেছিলে রাঘব বোয়ালের সাথে,
তারা তোমায় দিয়েছিল ভরসা।
তারপর কত হাত বদলের খেলা!
কত ট্যালেন্ট সন্তানদের নিয়ে তামাশা!
তোমার সন্তানের মিটেছিল আশা! আহ্!
:
একদিন কি হতে কি হয়ে গেল!
আলাদিনের চেরাগটা তুমিই পেয়ে গেলে,
প্রশ্নপত্রের ধোঁয়া তুলে তুমি হয়ে গেলে রাজা
তুমি পেয়ে গেলে অনুগত প্রজা, টাকা আর ব্যবসা!
তোমার সম্পদ বাড়ার তরে আমারো ছিল ছোট্ট প্রত্যাশা।
:
ছেলে তোমার বেশ হয়েছে যেন সেরা রাজকুমার!
এখন আর আমার নেই কোন চিন্তা
ধান্দা করে টাকা এনে দান করে ঠিক তোমার মতন,
আর আমি সম্পদের প্রাসাদে করি নিশ্চিন্তে রাত্রি যাপন।
:
তোমার কৌশল ছিল খুবই খাসা, উপরে ইসলামের লেবাস!
আর ভিতরটায় একেবারে ফাঁকা,
এই না হলে তুমি স্বামী আমার!!
তাই গৌরবে চলছিল সংসারের চাকা।
:
একদিন কি যে হলো!
দুষ্ট লোকেরা গভীর চক্রান্ত করলো তোমার,
তোমাকে লাল দালানের ভয় দেখানো হলো
তুমিও যে কী! সব বলে দিলে!
আমার রাজ কুমার আর আমার স্টাটাস সবই হলো বিনাশ!
আমরা পড়ে গেলাম গভীর খাদে
আর তোমার হলো লাল দালানে আবাস।
:
প্রিয়তম ! আমার আর দিন কাটে না, রাতের প্রহর গড়ায় না।
আমাদের তো সেই দিনই ভালো ছিল,
যে দিন আমরা ভর্তা ভাতে আহার করতাম!
তৃপ্তির ঢেকুর তুলতাম হাসিমুখে!
শান্তির সংসারে অশান্তি কেন আনলে আবেদ আলী!
মানুষের তিরষ্কারে জীবন মোদের হয়ে গেল সমুদ্রের চোরাবালি।
:
লায়লা
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৪