সবুজ মাঠের 'পরে জোছনার আহ্লাদ জড়ানো ঘাসে
দু'পা ছড়িয়ে তুমি আর বসো না দক্ষিন বাতাসে।
সুখ জড়ানো স্বপ্ন কি তবে গেছে উপচে পড়া শ্যাওলাধরা জলের স্রোতে ?
আধার নাকি এসেছিলো আলোর রুপে চোখ ধাঁধাঁতে ? এসেছিলো চোখ ধাঁধাঁতে ?
ল্যাম্পপোস্টের বাতিও নিভেছিলো ঘুটঘুটে অন্ধকারে , নিভেছিলো নাকি ঘোর অমাবস্যাতে ?
হাতে মুঠোয় পেয়েছিলে খড়খুটো, উঠেছিলে উদ্বাস্তু শিবিরে ?গিয়েছিলে প্লাবনজলে ভেলাতে ভেসে ?
নিয়েছো কি গাঁন্দারীর দুক্ষ এক নিমিষে তুলে বুকে ?
স্বপ্ন ভাঙ্গার সুখ কেমন বলো তবে ?