সামহোয়্যার বাসী। ব্লগ হইলো যুক্তির প্লাটফর্ম। আবেগের কোন স্থান এখানে নাই। আমি যু্ক্তি দিয়া জামাতিগো ৭১' এর কর্মকান্ডের ইতিহাস লিপিবদ্ধ করেছি। সহ ব্লগারও তাই করেছে। মাগার উটু ফজলা তার আবেগ নিয়া ব্লগে একটা ধেঁয়টে ভাব ছড়াইতেছে। তার ভাবখানা এমুন যে মুজাহিদ আর নিজামী নিস্পাপ ।
তাকে বহুভাবে বুঝানো হইতেছে , রাজাকারদের কর্মকান্ডের তথ্য প্রমান হাজির করতে।
তার কোন সাড়া শব্ধ নাই।
তাকে এই ২৮ অক্টোবরের বিশেষ দিনে আসুন সামহোয়্যার পেজ হতে উটু ফজলকে বলি দেই। ব্যন করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই।
উটুকে ফজলাকে ব্যন করার প্রস্তাবে সমর্থন আওয়াজ দেন।
বাংলাদেশে এখনও যুদ্ধাপরাধী আছে এইটা যারা মানেন তারা হাত তোলেন।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




