অতঃপর ঈদ শেষ করিলাম ।।
সকাল সকাল চিক্কুর মেরে উঠিয়া ভোঁ দৌড় মাসজিদের দিকে। ১২ মিনিটের রাস্তা এস্পু শহর থেকে রাজধানী হেলসিঙ্কি। সবাইকে ডাকিয়া আনিতে আনিতে টাইম শেষ প্রায়।। ইতি মধ্যে ২ জমজ ভাই একই রকম জামা কাপড় পরিয়া হাজির।
১৫ জনের এক প্লাটুন পোলাপান রমজানের ওই রোজার শেষে রক ভার্শন গাইতে গাইতে ছোট খাটো ইনডোর প্লে গ্রাউণ্ড এ হাজির হইলাম।। দেশী বিদেশী মিলিয়া ২০০/২৫০ জনের মত।। আফ্রিকার কিছু মুসলিম ভাই বিচিত্র জামা পরিয়া আসিয়াছে
জাইনামায নিয়া তারপর পাব্লিকের হাটা হাটি, হুজুরের নামে, মসজিদের নামে আর গরিবের ফাণ্ডে নতুন পুরাতুন ইউরো নোট পরিতে লাগিল।।
তারপর তো কোলা আর কুলি।। পুরা ইদের আমেজ। বাহির হওয়ার টাইম এ শেমাই দিল। তাহা খাইতে খাইতে বাড়ির পথে হাঁটা।।
ইহাই আমাদের ঈদ এই প্রবাসে।। এইবার কিছু প্রমান দেখিয়া লন।। কোন একটার মধ্যে আমি আছি।।
ঈদ মুবারাক।।
পাব্লিক আসিতেসে।
হুজুরের খুতবা
ভাবুক বান্দা
কুলাকুলি
আমরা কজন।। টুইন রা ও আছে
আমার রান্না করা মাটন বিরিয়ানি দেশীও স্টাইল
খান একটু, লবন কম হইসে মনে লয়
ভাল থাকবেন সবাই।।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১২ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




