অতঃপর তাহারা বলিলেন, কোক পেপসি তে নাকি এল্কহল আর শুকরের চর্বি আছে। তাহারা অচিরেই এক খানা ভিডিও ফেচবুকে ব্লগে বিলাইয়া বেরাইবে, যাহা আমি এখন কোক খাইতে খাইতে দেখিতেছি।
অহ হ একটু চর্বি লেগে আছে আমার কোকের গ্লাসে। কি কোক বানাইলো যে শুকরের চর্বি গুলো ভাল মত গুড়া গুড়া হয় নাই।
আমার খাওয়া কোকের এই তেল তেলে গ্লাস খানা কি কোক কম্পানির মালিক আসিয়া পরিষ্কার করিবেক
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




