কি অদ্ভুত স্বপ্ন। আমি একজন কামার, আসলে একজন তলোয়ার প্রস্তুতকারী ছিলাম... মানে, আমি প্রথমে একটা ক্রীতদাস ছিলাম, কিন্তু আমি পালিয়ে যাই। তখন রাজা আমাকে ধরলেন কারণ আমি কিছু কলা চুরি করি। সে আমাকে অত্যাচার করে হত্যা করতে যাচ্ছিল তাই আমাকে তার মাথা ফাটিয়ে দিতে হয়েছিল। তারপর আমি কামার হয়ে গেলাম। তারপর অনেক লোক আমার সাথে যোগ দেয় কারণ তারাও কামার হতে চায়। কিন্তু প্রতিবার কিছুক্ষণের মধ্যেই স্বপ্নে কেউ একজন আসে, যে বা যারা কিনা আমাকে মেরে ফেলতে চায় কারণ আমি বাঙালী – অথবা তারা দাবি করে যে তারা বাঙালী, আমি নিশ্চিত নই আসলে ঘটনার প্যাঁচালটা কী। যাই হোক না কেন, বাঙালী হওয়া এক ঘর্মাক্তরক্তাক্ত ব্যবসার নাম। অনেক মাথা ঘামাতে ও ফাটাতে হয়েছে। তারপর কেউ একজন তার মাথায় বালতি পরে হাজির যাতে আমি তার মাথা ফাটাতে না পারি, কিন্তু যাইহোক, শেষমেষ আমি সেটা ফাটালামই। এটাই আমাকে বুদ্ধি দিল: আমি বীরব্রতীযোদ্ধাদের বর্ম বানাবো... এবং সেই থেকে আমি তলোয়ার তৈরি করা শুরু করি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪১