“বাচ্চু বাচ্চু ডাক পারি
বাচ্চু মোদের কার বাড়ি
আয়রে বাচ্চু দেশে আয়
বাঁচার তোর আর সময় নাই ।”
“আম পাতা জোরা জোরা
বাচ্চু এবার চড়বে ঘোড়া
ওরে সাইদী সরে দাড়া
আমি যাব আগে মারা
ফাঁসির রায় দিয়েছে
পাপের বিচার হয়েছে ।”
“আইরে আয় টিয়ে
বাচ্চু ধরব কি দিয়ে ?
র্যাব, পুলিশ খুঁজছে ভীষণ
ধরবে বাচ্চু একটাই মিশন
ওরে বাচ্চু ধরা দে
তিরিশ লাখ শহীদকে শান্তি দে ।”
“নতুন নতুন রাজাকাররা জোট বেঁধেছে
বাচ্চুকে বাঁচাবে বলে ফন্দি এঁটেছে
ফন্দিগুলো কাজ করেনি
ভেস্তে গিয়েছে
এটা শুনে বাচ্চু মিয়া স্ট্রোক করেছে
ঊঃ বড্ড লেগেছে...”
“ঐ দেখা যায় পাকিস্তান
ঐ তালেবানের গাঁ
ঐখানেতে বাস করে বাচ্চু নামের ছাঁ
ঐ বাচ্চু তুই আসবি কি ?
ফাঁসির দড়ি পড়বি কী ?
একবার শুধু আয়,
দেখনা তোকে জনগনে-
কেমন করে খায় ।”
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




