আরে...শুরু করলাম স্রষ্টার নামে প্রতিবাদের পুঁথি,
গর্ব মোদের আমরা সবাই বাঙালি জাতি ।
আরও সালাম জানাই ।
আরও সালাম জানাই... তাদের তরে শহীদ ভাই যারা,
দুই লক্ষ মা-বোন হল সম্ভ্রম হারা ।
বুকের কত কষ্ট ।
বুকের কত কষ্ট... বুঝলনারে রাজাকার বেঈমান,
পাকিস্তানে বিক্রি করল নিজের দেশের মান ।
আরও গণহত্যা ।
আরও গণহত্যা... করল তারা ধর্মের দোহাই দিয়া,
এই কথা জান নাকি তোমরা হজ্ঞল মিয়াঁ ?
আমরা সবই জানি ।
আমরা সবই জানি... কই রাখি মনের এত জ্বালা,
স্বাধীনতার পরেও তারা পাকিস্তানের শালা ।
এই শালার দল ।
এই শালার দল... রাজাকারের বিচার মোরা চাই,
ফাঁসি ছাড়া মোদের আর কোন দাবি নাই ।
বল জয় বাংলা ।
বল জয় বাংলা... নিধন কর জানোয়ার-জঙ্গি,
আগুন জ্বলে দেইখা বুকে কাদের মোল্লার ভঙ্গি ।
আরও গোলাম আজম ।
আরও গোলাম আজম... সাইদী, সাকা, বাচ্চু রাজাকার,
এই দেশটা তোদের নাকি আমার বাপ-দাদার ?
তোরা জবাব দে ।
তোরা জবাব দে... কেন করিস এত ভন্ডামি ?
ধর্ম ব্যবসা করস তোরা, জানে অন্তর্যামী ।
ওরে তোদের চ্যালা ।
ওরে তোদের চ্যালা... জামাত-শিবির করল এটা কি ?
আগুন জ্বলা বুকের মধ্যে ঢাইলা দিল ঘি ।
প্রাণের শহীদ মিনার ।
প্রাণের শহীদ মিনার... ভাঙলি তোরা, ছিঁড়লি পতাকা,
মসজিদে দিলি আগুন লাগল বুকে ঘাঁ ।
এইবার কই যাবি ?
এইবার কই যাবি... ওরে বেঈমান-রাজাকারের দল,
একটা লাথি দিমু তোদের বানাইয়া ফুটবল ।
আরও ফাঁসির দড়ি ।
আরও ফাঁসির দড়ি... রেডি তোদের, জাগছে বাঙালি,
সারা বাংলায় বইছে জোয়ার, মার জোরে তালি ।
আহা! রক্ত গরম ।
আহা! রক্ত গরম... টগবগ করে, জ্বলে আগুন বুকে,
তালে তালে জুতা মার রাজাকারের মুখে ।
আমরা তরুন সেনা ।
আমরা তরুন সেনা...করলাম শপথ হাতে রেখে হাত,
বিনাশ করবো বাংলা থেকে রাজাকারের জাত ।
আমরা হব জয়ী ।
আমরা হব জয়ী... এই যুদ্ধে, বুকে সাহস আছে,
সোনার বাংলার স্বপ্নে মোদের হৃদয়টা নাচে ।
আমার সোনার বাংলা ।
আমার সোনার বাংলা... বলতে বলতে পুঁথি করলাম শেষ,
তোমার আমার স্বপ্নে গড়া সোনার বাংলাদেশ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




