জামাত-শিবির রাজাকারদের অনলাইন কিতাব “বাঁশেরকেল্লা” ফেসবুক পেজের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি জামাত-শিবির ক্যাডারদের পুলিশের গুলিতে নিহত হওয়া নাকি “গণহত্যার” পর্যায়ে পড়ে। এই পেজের কভার ছবিতেও দেওয়া হয়েছে- “২৮ ফেব্রুয়ারী জাতীয় গণহত্যা দিবস।” শুধু তারাই দাবি করছেনা, জামাতের আশ্রয়দাতা বিএনপি’র গোলাপি বেগম ও তার সহসাথীরাও এইটাকে গণহত্যার শামিল মনে করছেন এবং ১৯৭১-এর গণহত্যার সাথে তুলনা করছেন। হায়রে কথা!!! হাসব নাকি কাঁদব বুঝতে পারছিনা। কোথায় আগরতলা আর কোথায় উগারতলা!!! কোথায় ১৯৭১-এর গণহত্যা আর কোথায় ২০১৩-এর রগকাটা শিবির হত্যা।
১৯৭১-এ নিরস্ত্র বাঙ্গালিদের উপর পাকিস্তানি ও তাদের বাঙালি দোসর গো-আযম গংরা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। তখন বাঙ্গালির আন্দোলনের দাবিটাও ছিল শতভাগ যৌক্তিক। কিন্তু এই ২০১৩-তে জামাত-শিবির ক্যাডাররা ৭১-এর রাজাকার গো-আযম গংদের রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে। যেটা শতভাগ যুক্তিহীন দাবি। শুধু তাই নয়, এই জামাত-শিবির ক্যাডাররা আন্দোলনের নামে প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছে, শহীদ মিনার ভেঙ্গেছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে অমুসলিমদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে । তারা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর, বোমাবাজি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাধারণ জনগনের জান-মালের ক্ষতিসাধন প্রভৃতি সহিংস কর্মকাণ্ড করছে। আরও একটি ভয়ঙ্কর ব্যাপার হল যে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রকাশ্যে হামলা চালাচ্ছে।
এখন আমার কথা হল, এরা আন্দোলনকারী নাকি দেশদ্রোহী??? এইসব লক্ষনগুলো কি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনের মধ্যে পড়ে নাকি দেশদ্রোহিতার মধ্যে পড়ে??? অবশ্যই এটা দেশদ্রোহিতা।
হায়রে রাজাকারের দল, তোরা যখন বাংলার রাস্তায় নেমে তোদের পাকি বাবাদের আদর্শ চালু করার জন্য ও তোদের রাজাকার গো-আযম গংদের রক্ষার জন্য এইসব অপকর্ম করবি, তখন কি বাংলার জনগন ও পুলিশেরা তোদেরকে কুলে নিয়ে চুম্মা খাবে??? পুলিশ কি বলবে যে, “যাও মীরজাফরের গোষ্ঠী, তোমারা নির্ভয়ে বাংলাদেশকে পাকিস্তান অথবা আফগানিস্তান বানিয়ে ফেল!!! না... বাংলাদেশের পুলিশ বাহিনী তোদের মতো মীরজাফরি করেনি। তারা তোদের মতো কালসাপ, রাজাকারদের প্রতিহত করতে বন্ধুকের টিগার চেপেছে। এমনকি তোদের মতো দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নির্ভয়ে প্রাণ হারিয়েছে। এই মহানকর্মের জন্য স্যালুট জানাই পুলিশ বাহিনীকে। তোমরা গণহত্যা করনি। তোমরা বাংলার কিছু কালসাপ, কীট, রাজাকার, বেঈমান, দেশদ্রোহীকে ধ্বংস করেছ মাত্র। আর জামাত-শিবিরদের ভাষায় এটা যদি গণহত্যা হয়ে থাকে, তাহলে বাংলা মা কে রক্ষার জন্য পুলিশ ভাইদের সাথে সেই গণহত্যায় আমরাও শরিক হব।
জাগো বাংলার জনতা, জাগো। নিশ্চয় আমাদের জয় হবে।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




