এখানে সবাই দড়াবাজ, চাকুবাজ
সব মেঘজলমানব, সব শুধু বৃষ্টি হয়ে ঝরে যায়,
আমিও চোখ তুলে আনতে জানি
ফাঁসি যেতে পারি বারংবার
এখানে খুনই আইন
খুনিই সুন্দর
মৃত্যুই নিখুঁত
আমি নিখুঁত শিল্পী
আমি হতে চাই নিখুঁত শিল্পী
আমিই যে শুধু বেঁচে আছি
আর সবাইই মৃত, কেউ কিছুই তাই টের পাচ্ছে না
সব সরল রাখাল বালকেরা
সবাই মরে গেছে
আমিই হত্যা করেছি
সব নিরব সুন্দর
আমিই বানিয়েছি
আমিই সাজিয়েছি
আবারো পারবো
এখনো অযুত নিযুত মৃত সুর্য রয়ে গেছে
শেষবারের মত জ্বলার জন্য
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




