কোথাও সবুজের রোগ
সবুজ সাজ, সবুজ আলো,
সবুজ জলে নাক জাগিয়ে আত্মরতির শরম
সবুজ গুগলি-শামুকে সবুজ পশম,
সবুজ ছন্দে বাতাসের নরম
মিষ্টি সবুজ হাহাকার
সবুজের স্পর্শকাতরতা
কোথাও কুক্কুরি উষ্ণতা অথবা বাছুর মোহে
অথবা কোনো মা-মুরগীর প্রতিক্রিয়াশীলতায়
অথবা নাহয় অকারন অর্থহীনতায় ডুব ডুব ডুব
ব্যক্তিগত মাদকের নিশ্চিত সুখ
তারচেয়ে বরং আজ সব সবুজ হোক
সবুজ হয়ে যাক ব্যক্তিগত স্পর্ধা
সবুজ হয়ে যাক ক্রোধন্মত্ততা
সবুজ হয়ে যাক জানালার কাঁচ
ছোট ছোট মুক্তোর মালা
সবুজ হোক পড়শির সুখ
সবুজ হয়ে যাক ভিতরের ছোটলোকটা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




