
ছবি - সংগৃহীত।
ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্যা ছোট ভাই নামে পরিচিত। বয়স ২৬ বছর মাত্র। এই ২৬ বছর বয়সী যুবক মা-বাবাকে বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছে। আমরা যারা ব্লগে লিখি তারা ব্লগার। রাফসানও কিন্তু ব্লগার। তবে তিনি ফুড ব্লগার। সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলো যারা ব্যবহার করেন তারা রাফসানকে চিনেননা এমনটি হতেই পারেনা। রাফসান মুলত একজন কনটেন্ট ক্রিয়েটর। ফুড রিভিউ এর মাধ্যমে ২০১৭ সালে যাত্রা শুরু রাফসানের। এখন ২০২৪। মাত্র ৭ বছরে মা-বাবাকে ২ কোটি টাকার অডি গিফট করা যেমন তেমন কথা নয়। অডি খুবই এক্সপেন্সিভ। প্রতি বছর গড়ে ৬০-৭০ টির বেশি অডি দেশে ইমপোর্ট হয়না। অনেক মিলিয়নারও অডি ইউজ করতে পারেননা। সেক্ষেত্রে রাফসানের সফলতা সত্যি এপ্রিসিয়েট করার মতো।

সকল সভ্য শিক্ষিত মানুষ রাফসানের প্রশংসা করলেও মৌলবাদীরা এর মধ্যে টেনে এনেছে ধর্ম। আচ্চা মৌলবাদীদের আসলে কোন কোন ক্ষেত্রে সমস্যা হয়না? একটি ছেলে কোটিপতি হয়ে তার মা-বাবাকে গাড়ি গিফট করলেও মৌলবাদীদের জ্বলবে কেন? উপরের স্ক্রিনশট দেখুন। এক মৌলবাদীর বিকৃত মানসিকতা ফুটে উঠেছে স্ক্রিনশটে। রাফসান এর মা-বাবাকে অডি গিফট করা ভাইরাল হলে এক মোল্লা স্ট্যাটাস দিয়েছে - " মা বাবাকে গাড়ি গিফট করার চেয়ে হিজাব গিফট করা অনেক উত্তম। দ্বীন যদি না থাকে এই সফলতা মূল্যহীন "। দেখুন কান্ড! এখানে দ্বীন আসল কোত্থেকে! রাফসান এর মা হিজাব করেন নি বলে তাকে বেপর্দা বলে এই মোল্লা কি অন্যায় করেন নি?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৪ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



