অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী কোন পন্য বা কোম্পানির জন্য বিজ্ঞাপন করে তবে বাংলাদেশের জন্য বিষয়টি সম্মানের।কারণ তিনি অন্য একটি দেশে বাংলাদেশকে উপস্থাপন করছেন। একজন অভিনেতা কোন দেশের পন্যের বিজ্ঞাপন করবেন, কোন দেশের নাটক সিনেমায় অভিনয় করবেন সেটা যার যার ব্যক্তিগত অভিরুচি। যেহেতু আইনগত বাঁধা নেই সেহেতু অপূর্ব ভারতীয় কোন পন্যের বিজ্ঞাপন করে যদি বৈদেশিক মুদ্রা অর্জন করেন, নিজে কিছু রোজগার করেন তবে কারও কোন ক্ষতি নেই। বরং তা দেশের জন্য কল্যানকর।
আল্লামা পিনাকী শাহ রহ: কয়েকদিন আগে অপূর্বকে থ্রেড দিয়েছেন তিনি যেন ভারতীয় অঞ্জলি জুয়েলার্স এর বিজ্ঞাপন না করে। যদি করেন তবে নাকি বয়কট এর ডাক দিবেন। আমাদের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ওপার বাংলার অনেক নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজ করেছেন। কারও কোন সমস্যা হয়নি। কিন্তু ফেসবুকের কল্যানে বর্তমানে ছাগু সম্প্রদায়ের ব্যাপক বংশবৃদ্ধির কারণে কথায় কথায় বয়কট বয়কট বলে চিল্লাপাল্লা করা স্বভাবে পরিণত হয়েছে। আল্লামা পিনাকী শাহ রহ: এর নেতৃত্বে বিএনপি জামায়াত প্রতিদিন কোন না কোন মানুষ বা প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিচ্ছে।
অন্য যে কোন বিষয়ে এই বয়কট ছাগুদের কাডালপাতা ভেবে ট্রোল করে উড়িয়ে দিলেও একজন সেলিব্রিটিকে যদি কাঠমোল্লা ও মৌলবাদীরা অযৌক্তিক ভাবে বয়কটের ডাক দেয় তবে উক্ত সেলিব্রিটির ক্যারিয়ার ও রোজগার হুমকির মুখে পড়বে। কারণ ফেসবুকের অবস্থা দেখে সহজে অনুমেয় দেশে অশিক্ষিত গোমূর্খ কাঠমোল্লাদের সঙ্খ্যা দেশের মোট জনশক্তির ৮০%। আর ৮০% মানুষ যখন কোন সেলিব্রিটিকে বয়কট করে তখন পরিচালক প্রযোজক তাকে আর কাজ দেননা। ওখানেই তার ক্যারিয়ার এর সমাপ্তি ঘটে। ঠিক এই কারণেই প্রত্যাবর্তন নাটকে অভিনয় করার কারণে লাইভে এসে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে ছোট পর্দার প্রখ্যাত অভিনেতা জোভান ও সামিরা খান মাহিকে। শুধু তাই নয়, নাটকটি ইউটিউব থেকে পর্যন্ত সরিয়ে ফেলতে বাধ্য করা হয়েছে। এই বিষয়ে ব্লগার মোহাম্মদ গোফরান একটা পোস্ট দিলে তাকে হেয় প্রতিপন্ন করে তার পোস্টের শিরোনামকে বিকৃত করে সামুতে প্রকাশ্যে পোস্ট দেন পীর পিনাকী শাহ রহ: এক শিষ্য। সে পোস্টে উল্লাস করেন সামুর বাঘা বাঘা ব্লগাররা। তাই বলাবাহুল্য পিনাকীর চ্যালারা সবখানে ভয়ংকরভাবে ঘাপটি মেরে বসে আছে।
ফলে সরকারের জামায়াত শিবির এর পেইড এজেন্ট রাজাকার ও পাকিস্তান এর দালাল পিনাকীর ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বাংলাদেশে ব্যান করা উচিত। ব্লগাররা কি আমার সাথে আলোচ্য বিষয়ে সহমত?