
সম্মানিত ব্লগার,
আমি প্রতিদিন কোন না কোন বিষয় নিয়ে ব্লগারদের ভাবনা জানতে চেয়ে পোস্ট দিচ্ছি। এতে কিছু কথা কিছু ব্লগারের মন মতো না হওয়ায় কুকুরের মতো কামড়াচ্ছে। অনুগ্রহ করে কুকুরের মতো না কামড়িয়ে পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আপনি যেমন ব্লগে নিজস্ব মতামত প্রকাশ করতে স্বাধীন আমিও স্বাধীন। এটা আপনার বাপের ব্লগ না যে, পোস্টের বক্তব্য আপনার বিপক্ষে গেলেই আপনি রাস্তার কুকুরের মতো কামড়াবেন।আমি যেহেতু ভন্ড ও মিথ্যাবাদী নই তাই আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ব্লগের ৪ মাস আগের অবস্থার চেয়ে বর্তমান অবস্থা খুবই শোচনীয়।
যাই হোক আলোচনায় আসি।
প্রথমে শুভেচ্ছা নিন। আপনারা ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন যে, এডিসি সাকলায়েন এবং পরিমনি কাহিনী। পরিমণি যখন বিপদে পড়েছিলেন তখন এডিসি উনার পাশে ছিলেন। দেখুন পরিমণিকে দেশের অন্যতম সুন্দরীদের তালিকায় রাখা হয়। আমি নিজে ১০০% খারাপ হয়ে অন্যকে খারাপ বলে নিজেকে ছাগুদের কাতারে নামাতে রাজি নই।তাই পরিমণি সতী না পতিতা আমি সে আলোচনায় যাবোইনা। পরিমনি পরপুরুষ এর সাথে রাত্রি যাপন করার ফলে তাকে যেমন পতিতা বলা হয় ঠিক তেমনি পবিত্র কোরান ও হাদীস শেখানোর মহান প্রতিষ্ঠান গুলোতে যারা ধর্ষন করে, শিশুদের উপর রাতভর নির্যাতন করে তারাও পতিতা। বরঞ্চ ধর্ম মতে পরিমনির চেয়ে বলৎকার কারীরা বেশী অপরাধী। তাই শিক্ষিত সমাজের প্রতি অনুরোধ অনুগ্রহ করে পরিমনিকে গালি দেয়ার আগে একবার ভাববেন গতকাল রাতে কাকে ইমাজিন করে গীটারে সুর তুলেছিলেন? আপনি নিজে পাপ মুক্ততো? যদি না হোন তবে অফ যান।
শুধু সাকলায়েন কেন? যে কেউ সুযোগ পেলে পরিমনির মতো সুন্দরীর সাথে রাত্রি যাপন করবেনই। ১-২% আল্লাহর মুত্তাকী বান্দা আছেন যারা আল্লাহর ভয়ে তার সাথে রাত্রি যাপন করবেন না। বাকি সবাই করবেন। এমনকি যে বিচারক সাকলায়েন কে বরখাস্ত করার রায় দিয়েছেন তিনিও সুযোগ পেলে পরিমনিকে ছেড়ে দিবেননা বলেই আমার ধারণা।
ছোট বেলা থেকে আমি শুনে এসেছি, মদ জুয়া নারী একজন মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট। নারী বলতে আবার মা বউ বোন নয়, যাদের প্রতি অবৈধ শারিরীক সম্পর্ক করার আকর্ষণ কাজ করে তাদের কথা বলছি।আমরা মুরাদের মতো মন্ত্রীর পতন দেখেছি শুধু মাত্র নারীর প্রতি লোভ থেকে। আপনি জানলে অবাক হবেন এবার কোন মিডিয়া কর্মীকে সংরক্ষিত আসন থেকে এমপি বা মন্ত্রী দেয়া হয়নি শুধু মাত্র মুরাদের মতো লম্পটদের মুখোশ উন্মোচিত হয়ে সরকারী দলের গুরুত্বপূর্ণ উইকেট গুলো পড়ে যাবে এবং দলের ভাবমূর্তি নষ্ট হবে তাই জন্যে।
পুরুষ মাত্রই নারীর প্রতি দুর্বল। একজন পুরুষ ও একজন নারী যদি পারষ্পরিক সম্মতিতে রাত্রি যাপন করেন তা কোন ভাবেই অপরাধ নয়। শুধু মাত্র এডিসি বলে সাকলায়েন সাহেবকে অব্যহতি দেয়া অত্যন্ত দু:খজনক।
সম্মানিত ব্লগারগণ কি ভাবছেন? এডিসি সাকলায়েনকে অব্যাহতি বা বরখাস্তকে সঠিক কাজ মনে করেন কি?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



