প্রিয় ব্লগার।
শুভ বিকেল। শুভেচ্ছা নিন। আমরা অনেকদিন পর ব্লগে নান্দনিক ক্যাচাল দেখতে পাচ্ছি। নোংরা ট্যাগিং ও ব্যাক্তি আক্রমণ না হলেই ক্যাচাল সামুকে প্রাণবন্ত করে রাখে। ৩/৪ দিন আগে মাইকিং করেও যখন ব্লগ জমজমাট হচ্ছিলনা তখন ক্যাচালের সুবাধে অনেকদিন পর মেঘাচ্ছন্ন আকাশে সূর্য মামা উঁকি দিলে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে।
কিন্তু ক্যাচালের মধ্যে যদি ব্যাক্তি আক্রমণ চলে আসে, শেরজা তপনের সাথে সহমত না জানালে তাদের ভারতীয় দালাল ট্যাগ দেয়া হয় তবে উহা সত্যি যন্ত্রণা দেয়। আজ একজন ব্লগার মন্তব্য করেছেন কিছু ব্লগার নাকি উনার পায়েরও যোগ্য না। অথচ এই গর্দভ এর চেয়ে কত শত গুণী যোগ্য মেধাবী ব্লগার এই ব্লগে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সামান্য বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ে এই অবস্থা। অথচ এই ব্লগে একজন ডক্তর ব্লগার ছিলেন যিনি পৃথিবীর ১ নং মেডিকেল কলেজ থেকে এম ডি শুধু করেচননি, আরও একটি বিশ্ব র্যাংকিং এ থাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করে পুরা বাংলাদেশকে সম্মানিত করেছেন। অথচ কোন অহংকার নেই। কি বিনয়! ভদ্র ও ব্যাবহারে কি মার্জিত! যেমন রূপবতী তেমন গুণবতী! তিনি আমাদের ব্লগের অহংকার। আমরা উনাকে নিয়ে গর্ব করি।
আমি ব্লগার সোনাগাজীর পক্ষে বা বিপক্ষে কিছুই বলবনা। এখানে সবাই বুদ্ধিমান। তারা সব দেখেন। বুঝেন। ব্লগার শেরজা তপন সাহেব পোস্ট দিয়েছেন এক প্রসঙ্গে। কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে দীর্ঘদিন হাত পা বেঁধে বন্দী করে রাখা একজন ব্লগারকে আঘাত করা কাপুরুষোচিত আচরণ! কারণ এখানে সোনাগাজীর কথা বলার বা যুক্তি খন্ডনের সুযোগ নেই। আর এখানে কি কারণে সোনাগাজীকে টানা হলো? অনেকে বলবেন সোনাগাজী এই করছে সেই করছে। হ্যাঁ আমিও বলি করছেন তো। তার জন্য মডারেটর আছেন। অভিযোগ করুন। কিংবা আলাদা পোস্ট দিন। একজন ব্লগার বিচার চাইলেন আর তার সুযোগ নিয়ে কয়েকজন সোনাগাজীকে আক্রমণ করছেন! এ কেমন সভ্যতা। আপনারাই যদি বিচার করে ফেলেন তাহলে মডারেটর সাহেবকে ডাকেন কেন? সোনাগাজী যে অপরাধ করছেন সে অপরাধ আপনারাও করে কেন আবার বিচার চাইবেন! আইন তো নিজের হাতেই তুলে নিলেন। এই ব্লগে সোনাগাজী ব্যাক্তি আক্রমণ করেছে এটা যেমন সত্য তার চেয়েও বড় সত্য সোনাগাজীকে তার চেয়ে ৩০ গুণ বেশী ব্যক্তি আক্রমণ করা হয়েছে। তিনি কি কখনো বিচার চেয়েছেন? সোনাগাজী যতবার আক্রমণ করেছেন ততবার নীতিমালাতে এসেছেন।উনার চেয়ে ৭০ গুণ বেশি আক্রমণ করে অন্য ব্যাক্তি আক্রমণ কারীরা কতবার নীতিমালায় এসেছেন? উত্তর: একবারও না! নিজে ব্যাক্তি আক্রমণ করে বা ট্যাগ দিয়ে অন্য একজন ব্যাক্তি আক্রমণ কারীর বিচার চাওয়াকে লজ্জা হীনতা মনে করেন কি?
সোনাগাজীর বিচার আপবারা তার চেয়েও ৩০ গুণ বেশী আক্রমণ করার মাধ্যমে করে ফেলবেন আবার মডারেটর সাহেবকেউ ডাকবেন! তাহলে কিছু হইল?
যাই হোক আজকে ব্লগার দের কাছে জানতে চাই, একজন বন্দী ব্লগার যার কথা বলার সুযোগ নেই তাকে বন্দী অবস্থায় কথার ছুরি দিয়ে রক্তাক্ত করাকে কাপুরুষের কাজ মনে করেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



