শিঁশির,
তারিখ টা তোমার মনে নেই আমি জানি।আমার কেন মনে আছে এই প্রশ্ন অবান্তর।হয়ত ভুলতে চাইনি বলেই ভুলা হয়নি,কষ্টগুলো নিয়েই বেঁচে আছি।অথবা বলতে পার কষ্টগুলো কেই বেঁচে থাকার খোরাক ধরে নিয়েছি।তবে ভালোই আছি,সেদিন তো মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি,যেদিন তো্মাকে ছাড়া আমার প্রথম ভোর হয়েছিল,বিশ্ৱিাস করতে পারছিলাম না আমি বেঁচে আছি,ভেবেই পাচ্ছিলাম না কিভাবে এই পৃথিবীতে পা রাখব আবার,কি যে অসহায় লাগছিল,মনে হচ্ছিল আমার দম আটকে যাচ্ছে,নিশ্ৱাস নিতে পারছিলাম না,কি যে ভয়ঙ্কর সংগ্রাম করেছিলাম নিজের সাথে,শুধু একটু বেঁচে থাকার জন্ন্য!যে মানুষ ওই মুহূর্ত নিজে অনুভব করেনি সে কুনো্দিন কল্পনা করতেই পারবেনা কেমন সে অমোঘ অনুভূতি!এই ত সেদিন কথা হল তো্মার সাথে;বললে ভুলে যেতে তো্মাকে,বল্লে মানুষ চাইলেই পারে।আসলেই কি পারে?পারেনা,কারন মানুষের কষ্টগুলো ছায়ার মত কখনো পিছু ছাড়েনা।কিন্তু দোষ কি শুধু আমার ছিল?তুমি কি আমাকে বলোনি তো্মাকে ভালবাসতে?কত কষ্ট হতো আমার আমার তো্মার পথে তো্মার মতো চলতে,কিন্তু তবু সুখী ছিলাম আমি কারন তখন আমি জানতাম এই ছন্নছাড়া আমাকে কেউ তার নিজের মতো করে দিন দিন গড়ে তুলছে,কত নিশ্চিন্ত ছিলাম তো্মার হাতে নিজেকে সমর্পন করে!যখন আমি হার মেনে যেতাম তখন তু্মিই তো বারবার আমাকে আশা দিতে,সাহস দিতে যে আমি পারবই,কারন তুমি আমার সাথে আছ,আমাদের হাত এ আরো ৪ বছর সময় আছে ;সেই তুমার হঠাৎ কি হয়ে গেলো?এত নিষ্ঠুর কেন হয়ে গেলে তুমি?যখন আমি নিজেকে তোমার রঙে রাঙিয়ে নিলাম তখন তুমি নেই আমার সাথে!আজো ভো্রবেলা ঘুম ভাঙলে আমার তো্মাকে জাগিয়ে দিতে মন চায়,৯ টা বাজলে তো্মার নাশ্তার খোঁজ নিতে মন চায়,ক্লাস কেমন গেল,খাওয়া হল কিনা দুপুরে,বিকেলে গেমস এ তুমি জিতলে কিনা,কেন্টিনে আড্ডায় কুনো টপিক তো্মার মাথায় গেঁথে গেল কিনা,ফলঅন এ জি২ স্যার আবার কুনো শাস্তি দিলো কিনা,বাসায় ফোন করে মা'র সাথে কথা বলেছ কিনা সব আমার জানতে মন চায়।চাওয়া কি অযৌক্তিক?তুমিই কি আমাকে অভ্যস্ত করনি এসব জান্তে?জানো,যে মানুষ টা কে আজ তুমি এই দায়িত্ত দিয়েছ আমার জানতে মন চায় সে ঠিকমতো কাজগুলো করছেতো?আজো আমি তো্মার সাথে অনেক গল্প করি ঘুমের মাঝে,কুনো সীদ্ধান্ত নিতে গেলে ভাবি তুমি কিভাবে বেপার টা সামলাবে।তুমি ফোন করলে সুধু ক্ষমা চাউ,কেন চাউ?আমার ক্ষমা না পেলে কি তুমি তরী কে নিয়ে খুশি অথবা সুখি হবেনা?সব হবে,শুধু তুমি আমার সাথে থাকবেনা,এইতো।না থাকো,তো্মার স্মৃতিগুলো তো আছে!ওদের নিয়ে আমি থাকব।শুধু যেদিন আবার তো্মার সাথে দেখা হবে সেদিন জানিও কতটুকু সুখি তুমি হয়েছ,দয়া করে সেদিন বলোনা যে তুমি সুখি হউনি,কারন তো্মার ওই সুখী চেহারা দেখার জন্ন্যই আমি আজ এত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি।
আজ সেই দিন, যেদিন সূর্যাস্তের সময় তুমি আর আমি একে অপররে শূন্য হাত দিয়ে পূর্ণ হাত ধরেছিলাম,কথা দিয়েছিলাম একে অপরের আভরন হব।আর কখনো দুখী হবোনা,সুখি আমরা ছিলাম ও,শুধু মাঝ পথে তুমি ভোরের শিঁশির আমার চোখের জল হয়ে গেলে!আজ সেই ২রা নভেম্বর,৩ বছর পার করলাম তো্মাকে ছাড়া।
জল
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




