somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি” আয়ের বেলায়ও এ কথাটি প্রযোজ্য। (বিস্তারিত দেখুন)

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দুদের নমস্কার আর মুসলমানদের আদাব জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় পোস্ট। সবাই হয়ত ভাবছেন উপরের টাইটেল অনুসারে আজ কি নিয়ে আলোচনা করব। তাই সবাইকে দুঃখের সাথে জানাচ্ছি যে,আজকের পোস্ট ও সেই PTC নিয়ে। যারা আগ্রহী তারা বাকি পোস্টটি পড়ুন আর যারা আগ্রহী নন তারা প্লিস...(বাকিটা বুঝে নেবেন) ।

PTC নাম শুনে আবার ভয় পেয়েন না নিচের সম্পূর্ণ লেখাটি পড়েন তাহলে বুঝতে পারবেন । ১ টাকাও invest করতে হবে না ।
DOLENCER/SKYLENCER এর কারনে বাংলাদেশ এর সবাই মনে করে PTC সাইট ই মানে ধোঁকা বাজি । কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ৪০০০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায় । কিন্তু সমস্যা হল আসল সাইট চিনা । কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইনে আসে । ১-১২ মাসের মধ্যে scam করে চলে যায় । তাই যে সব পিটিসি সাইট এর বয়স ৫ বছর বা তার অধিক শুধু সেই সব সাইট হল আসল সাইট । কারন তারা কোনো ঝামেলা ছাড়া payment দিয়ে যাচ্ছে তারা scam হতে পারে না । আর সব পিটিসি সাইটই যদি scam হত তাহলে ৩০০০ হাজার কোটি টাকার এই মার্কেট কিভাবে টিকে থাকত ।
NEOBUX(FATHER OF ALL PTC)

পিটিসি সাইটগুলো মধ্যে অন্যতম সাইট হল Neobux । Neobux এর প্রায় ৩ কোটি Member আছে । বিশ্বাস হচ্ছে না। না হয়ারি কথা । একটি পিটিসি এর কিভাবে এত Member থাকতে পারে । বিশ্বাস না হলে Alexa Rank এ গিয়ে দেখেন ওদের Rank কত ? এর জন্য আমি প্রথমে বলছিলাম সব পিটিসি সাইট ভুয়া না । প্রতিদিন অরা ১ কোটি (বাংলাদেশি টাকা হিসাবে) টাকা payment করে । মাসে ৩০ কোটি টাকা!!!!!

১) Neobux এ কী কাজ করতে হবে ।

উত্তরঃ Neobux একটি বিজ্ঞাপনভিত্তিক সাইট। প্রতিদিন এই সাইটএ ২৫-৩০ টি এ্যাড থাকে । এ সকল এ্যাডে তাদের সকল নিয়ম-কানুন মেনে ক্লিক করে view করলে নিদিষ্ট পরিমান অর্থ আয় করতে পারবেন । মূলত এ কাজটি করতে হবে ।

২)প্রতিদিন অ্যাড দেখে কত টাকা আয় করা যাবে ?

উত্তরঃ Neobux এ প্রতি এ্যাড দেখার জন্য আয় করতে পারবেন ০.০০১ সেন্ট (১ সেন্ট এর ১০ ভাগের ১ ভাগ) । তার মানে একটি এ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ১০ পয়সা পাবেন । ৩০ টি এ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ৩ টাকার মত পাবেন । এখন ভাবছেন ৩ টাকার জন্য কে ক্লিক করতে যাবে । একটু ওয়েট করেন নিচে বুঝিয়ে দিচ্ছি কেন কাজ করবেন ।

৩) Neobux এ কিভাবে আয় বৃদ্ধি করা যায় ?

উত্তরঃ সকল পিটিসি সাইটের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হল Refferral । অনেকে শুধু রেফারাল দিয়েই মাসে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। আর Neobux এর Refferral দুই ধরণেরঃ

ক) Direct Refferral(সক্রিয় রেফারাল) খ) Rented Refferral(ভাড়া রেফারাল)
আয় বৃদ্ধির টিপস

ক )Direct Refferral(সক্রিয় রেফারাল):

**যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Refferral.

** ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে পোস্টের মাধ্যমে ৩০ জন অ্যাক্টিভ Direct Refferral যোগাড় করেছ্বেন ।
তাহলে আপনার প্রতিদিন আয় হবে----

৩০ জন অ্যাক্টিভ রেফারাল ১ দিনে ৩০ টী এ্যাড দেখে (৩০*১*৩০) ০.৯০০$
আপনি নিজে ১ দিনে ৩০ টা এ্যাড দেখেন------------(৩০*১) .০৩০$

আপনার প্রতিদিনের মোট আয়= ০.৯৩০$

তাহলে আপনার মাসিক আয় হবে (.৯৩০$*৩০) = ২৭.৯$(প্রায় ২৮ ডলার) শুধু মাত্র Direct Refferral থেকে ।

খ )Rented Refferral(ভাড়া রেফারাল)ঃ

**Rented Refferral(ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Neobux। আপনি ১ মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য Rented Refferral কিনতে পারবেন। ১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR(Rented Refferral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে ১.২০$ আয় করতে পারবেন ১ মাসে per RR।যদি মনে করেন RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন । মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।

**Neobux এ যেহেতু ১৫ দিন কাজ না করা পর্যন্ত RR কিনতে দেয় না । তাই সেই সময়ে আপনি প্রতিদিন Neobux এর এ্যাড গুলো ক্লিক করুন এবং .৬০ সেন্ট হওয়ার পর আপনি ঐ টাকা দিয়ে ৩ টা RR কিনুন । আপনার ৩ টা রেফারালের কারনে ১৫-১৮ দিনেই আবার ১$ ইনকাম করবেন। ঐ ১$ দিয়ে আবার ৫টি RR কিনবেন। ৮টি RR এর কারনে ৮দিনেই আবার ১$ ইনকাম করবেন। ঐ টাকা না তুলে (withdraw না করে) ১$ দিয়ে আবার ৫ টি RR কিনবেন । এভাবে ১ মাস RR কিনতে থাকলে যখন ৫০ টি RR হয়ে যাবে তখন RR কিনা স্টপ করবেন। এখন ২০ দিনেই আপনার আয় ২০$ হয়ে যাবে। এখন ২০$ দিয়ে ১০০ RR কিনুন। এখন ২০ দিন পর আবার ৩০$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ । ঐ ৩০$ দিয়ে আবার ১৫০ RR কিনুন । সুতরাং এখন আপনার টোটাল ৩০০ RR আছে । (এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।

**যদি ৩০০ RR কাজ করে তবে মাসে ১৮০$ ইনকাম করতে পারবেন । আর এই ৩০০ RR extend করতে মাসে লাগবে ৬০$ । আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে ১২০$ ইনকাম করতে পারবেন । ৬০$ হল আপনার ৩০০ RR এর ভাড়া বা extend করার খরচ । বাকি ৬০$ বা ৪৮০০(প্রায় ৫০০০ টাকা) আপনার মাসে ইনকাম ।

৪) Neobux এ কাজ কিভাবে করতে হবে ?

উত্তরঃ Neobux থেকে আয় করতে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন তা হল ধৈর্য, কঠোর পরিশ্রম। আপনার মধ্যে এ দুইটি থাকলে আপনি নিশ্চিত Neobux থেকে টাকা আয় করতে পারবেন। তাহলে দেরি না করে এখুনি আপনি এখান থেকে http://www.neobux.com/?r=limonabc2 রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে ভয় নেই এটি সম্পূর্ণ ফ্র।।


continue বাটনে চাপার পর আপনার ইমেল এড্রেসে একটি নিওবক্স থেকে একটি মেইল যাবে

আশা করি আপনি সফলভাবে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ শেষ করেছেন। এবার লগিন করে view advertisement বাটনে ক্লিক করে প্রতিদিন আপনাকে দেওয়া এ্যাড গুলো view করেন।

http://www.neobux.com/?r=limonabc2

নীতিমালা ও শর্ত

** আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুলো ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের এ্যাড পাবেন।আগে এই ধরনের এ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য এ্যাড ক্লিক করবেন। তা না হলে রেফারালের ইনকাম পাবেন না।

**একটি কম্পিউটার অথাৎ একটি আইপি এড্রেস থেকে একটি অ্যাকাউন্ট খুলুন। একাধিক অ্যাকাউন্ট খুললে আপনার ২ টি অ্যাকাউন্ট-ই বাতিল হয়ে যাবে।

**আপনি নিওবক্সের মেম্বার হয়ে কমপক্ষে ১৫ দিন এবং ১০০ অ্যাড না দেখা পর্যন্ত কোন direct referrals করতে পারবেন না।

**Neobux-এ মিনিমাম পে আউট হচ্ছে ২$ । অথাৎ ২$ হলে আপনি টাকা তুলতে পারবেন। Neobux এ পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যে আপনার কাঙ্কিত টাকা পেয়ে যাবেন।

**এক সাথে অনেক এ্যাড এ ক্লিক করবেন না । একটি এ্যাড দেখা সম্পূর্ণ হলে আরেকটিতে ক্লিক করবেন নয়তো আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে।

**একটা পিসি তে একটা অ্যাকাউন্ট ব্যাবহার করাই উত্তম, তবে আপনি যদি মাঝে মাঝে মোবাইল থেকে ক্লিক করেন, সমস্যা নেই, কিন্তু ওই মোবাইলে যেন আবার অন্য কেউ না লগ ইন করে এবং অন্য কারো আইডি তে ঢুকবেন ও না।

http://www.neobux.com/?r=limonabc2

তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করলাম।

কোথাও সমস্যা বা যে কোন প্রয়োজন হলে
কল করতে পারেন = ০১৬২৬১৫৩০৭৭


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

হামাস বিজয় উৎসব শুরু করেছে, ইসরায়েল বলছে, "না"

লিখেছেন সোনাগাজী, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:০৮



গতকাল অবধি হামাস যুদ্ধবিরতী মেনে নেয়নি; আজ সকালে রাফাতে কয়েকটা বোমা পড়েছে ও মানুষ উত্তর পশ্চিম দিকে পালাচ্ছে। আজকে , জেরুসালেম সময় সন্ধ্যা ৮:০০টার দিকে হামাস ঘোষণা করেছে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

×