জীবন থেকে অনেক দূরে
হারিয়ে যাওয়া মানুষের খোঁজে
মন ছুটে চলে বার বার ।
দুঃখ গুলো সব ডানা বেধে তাগাদা দিচ্ছে আমায় ।
কি হবে বেচে থেকে অসহ্য যন্ত্রনাময় দুনিয়া ?
যেখানে নেই আর ভালোবাসা !
সবাই প্রতারণার খেলায় মেতে উঠেছে
এই পৃথিবী তোমার জন্য নহে ।
চলে এসো আমাদের জগতে
যেখানে নেই কোন বাধা ,নেই কোন সীমানা
নেই কোন দিন ,নেই কোন রাত ।
অন্ধকারের নিস্তব্ধতায় কেউ আসবেনা
দুঃসংবাদ নিয়ে তোমার ঘুম ভাঙাতে ।
মন উড়ে বেড়াবে দিগন্ত থেকে দিগন্তরে ......
তাদের এই প্রস্তাব বার বার আমাকে ভাবতে বাধ্য করে
তাদের জগতে মন ছুটে যেতে চায়
অসহ্য লাগে এই বেচে থাকা আমার ।
নিজস্বাধীনতায় ঘুমাতে ইচ্ছে করে !
যেই ঘুম ভাঙ্গবেনা বছরকে বছর
কেহ দুঃসংবাদ নিয়ে আসবেনা ঘুম ভাঙাতে ।
কেউ বলবেনা এতো ঘূমাচ্ছো কেন ?
সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে
আপন মানুষ গুলোর কাছে এসে শুনতে হবেনা কোন কথা ।
তাই আমাকে ভাবতে হচ্ছে
আমাকে" ভাবাচ্চে অজানা এক জগত !
যেখানে শত শত মানুষ দুহাতে সব দুঃখ কষ্ট দূরে ঠেলে
চলে গেছে একটু শান্তিতে ঘুমাবে বলে ।
আমারও মন চায় তাদের মতন ঘুমিয়ে যাই
যে ঘুম ভাঙ্গবেনা আর কোন দিন ।