আমার কোন লক্ষ্য ছিলোনা। খুব একটা সাধারন মানুষ হয়ে বেড়ে উঠতে চেয়েছি সময়ের সাথে সাথে। কিন্তু পারিনি, সহজ মানুষ হবার তীব্র বাসনা নিয়ে একটা জটিল মানুষ হয়ে বেঁচে আছি। সময়ের প্রয়োজনে আমি সহজ হতে পারিনা।
এখন শারীরিক ক্লান্তি কখনো ঘিড়ে ফেলে আমায়। শরীরের মাঝে আটকে যায় মন। শরীরের সীমাবদ্ধতায় অস্বীকার করি আনন্দ। আজও ভালোবাসতে পারিনি তেমন জীবন।
আমি গুছিয়ে লিখতেও পারি না। দেখাই যাচ্ছে এলোমেলো হযবরল লেখা।
আবার কখনো মনে হয় এটাই স্বাভাবিক,এই সীমাবদ্ধতা, সময়ের প্রয়োজন। এই না পারা,এই হয়ত আমার সহজ জীবন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ ভোর ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




