মনটা যখন নিশ্চুপ খুব সেই আধাঁর কালোয়,
বুকের মধ্যে কি যেন কি উথাল পাথাল ডাকে,
দেখা হবে কি তোর সাথে ঠিক ক্লান্ত পথের বাঁকে?
পথ শেষে কি ঝর্ণার জল, কুলকুলিয়ে চলা,
বলবো কি সব প্রাণের কথা হয়নি যেটুকু বলা,
মিটবে কি তৃষ্ণা আমার নিশ্চুপ আধাঁর কাল,
থাকবি কি তুই পথের শেষে সত্যি করে বল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




