ভেবেছিলাম একটা কাগজ পেলেই কবিতা লিখে ফেলা যায় একটা।
তাই লম্বায় অফুরন্ত এক কাগজে বসে গিয়েছিলাম।
মাথার মধ্যে তো স্বপ্ন গিজগিজ রং-বেরং,
ভেবেছিলাম তুলির আঁচরে তুলবো আর মাখবো সে কাগজে।
ভেবেছিলাম একটা রাত্রি পেলেই স্বপ্ন এসে দেখা দেবে।
একটা লাল উত্তরীয় কাঁধে
ঘুরে বেড়ানো যাবে মানুষ থেকে মানুষে,
আকাশ থেকে পাতালে।
তাই লাল এক ঘুড়ির স্বপ্ন চোখে জেগে কাটিয়েছি সারারাত্।
ভেবেছিলাম এই রোদে পোড়া দিন শেষে একটা রাত্রি আসবে।
সারাটা দিন তো কাটে ক্ষুধা চোখে।
ভেবেছিলাম দিন শেষে দিনের কষ্টের কবিতা লিখবো একটা।
তাই সারাটাদিন কবিতা জপে মনটাকে বন্ধ রেখেছি।
দিন শেষে তবু আবার দিন আসে, রোদে পোড়া।
চক্ষু জ্বলা সারা রাত জেগে কাটে।
স্বপ্নরা চোখের দরজায় এসে ফিরে যায়।
আর আমার কবিতা লেখা হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




