বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি।
--------------------------------------------------প্রতুল
"তুমি তো নিজেকে সেল করতে পারো না মোটেই", কথাটা প্রায়ই শুনি। শুনতে শুনতে জেনে গেছি ইতমধ্যে নিজেকে সেল করতে না পারলে জীবনে উন্নতি করতে পারবো না। হ্যাঁ, চারপাশে দেখি সবাই নিজেকে সেল করতে করতে বেচে ফেলেছে মাথার মগজটাও। বর্গা দিয়েছে নিজের পুরাটা শরীর প্রয়োজনে। আমাকেও বেচতে হয়েছে আমার সকাল, দুপুর, আর আড্ডার বিকাল-সন্ধ্যাটা।বেঁচে থাকার জন্যই বেচেছি অতটা। তবুতো নিজেরে কেন যেন বেচতে পারি না।
আমি তো পণ্য নই মোটেই, আমি মানুষ। চারপাশে নিজেকে বেচে দেয়া সফলদের পাশে আমি এক নিতান্ত ব্যর্থ মানুষ।
আমি নিজেরে বেচতে পারি না, আমি নিজেরে বেচতে চাই না।
ছবি: Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




