হয়তো চোখের পাপড়ি,
হয়তো ভুলে পাপড়ি ফুলে,
মনে নেই কিছু।
তারপর আরো কিছুদিন,
থেমে থাকা সময়,
চোখের সামনে বড় হয়ে যাবার সংশয়,
বুঝিনি কিছু।
তারপর একদিন
সত্যি সত্যি স্বপ্ন।
ততদিনে খানিকটা বয়স।
লম্বা চুলে ঝড়ের ঝাপটা,
হাওয়ার খেলা নদীর পাড়ে,
পাল ছেড়ে আঁচল উড়ানো,
উড়ে গিয়েছিলাম।
ঝড়ো হাওয়ায় মেঘের নিমন্ত্রণ,
বৃষ্টি,
ধুয়ে গেছে সব একদিন বন্যায়।
সে এক অন্যদিন।
ছিলাম সেদিন দেয়ালে দেয়ালে,
হাতের প্লাকার্ড আর প্রতিবাদের ব্যানারে।
সেদিন ডুবন্ত সূর্যের টিপ,
একঠাঁয় দাঁড়িয়ে থাকা,
অসম্ভব পাগলামী,
পথের পাশে ফুটে থাকা নিতান্ত বুনোফুল,
বুকের সুতায় পায়ের বাঁধন।
একদিন আরও নিতান্ত প্রতিদিনের মত।
ফিরে আসা হাওয়ার দোলায়
সময় দোলে।
ঠিক তখনই একটা রাজহাঁস
সাদা, সবুজ ঘাসে,
একটা হরিণ চোখের পাশে।
রাজহাঁস,
কখনো সবুজ টিয়া
লাল ঠোঁটে,
একদিন গোলাপ,
ছোট্ট রাজপুত্র,
সহজ মানুষ,
একটা ঈদ,
হাতের মেহেদী,
কাঁচের চুড়ী,
পায়ের নুপুর,
একটা শাড়ি,
একটা ফতুয়া,
জমানো স্মৃতি,
একফোঁটা বৃষ্টি।
আমি এমনই একটা মানুষ।
______________________________________________
ছবি: Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




