অজন্তা ইলোরা, খাজুরাহি , কামসুত্রের দেশ ভারত এ যৌন অনাচার যেন প্রাতিষ্ঠানিক , হাজার ও রাধিকার সাথে প্রণয় যে খানে ধর্ম লীলা , শিবের মত স্বামী কামনায় যে দেশে লিংগ পুজা হয় ধর্মীয় আচার সে দেশে একটু আধটূ মাথা গরম পুরুষ দেখা দিতেই পারে কিন্তু বর্তমান অস্থির সময়ে তা যেন মহামারি রুপ নিয়েছে। কিছু দিন আগেই দামিনি রেপ নিয়ে সারা ভারতে যেভাবে প্রতিবাদ হল তা থেকে ভাবা যেতেই পারে ভারতীয় পুরুষ এবার হয়ত এই পাপ কাজ এড়িয়ে রিপুকে একটু কন্ট্রোল করবে। কিন্তু আজ আবার দেখলাম তারা স্বদেশি নারী ছাড়িয়ে বিদেশি নারীর উপর ও তাদের কামনা চরিতার্থ করা শুরু করেছে।
ভারতে এবার সুইস নারী গণধর্ষণের শিকার
ডেস্ক রিপোর্ট (আমারদেশ)
দিল্লির পর এবার ভারতের মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার হলেন এক সুইস নারী। শুক্রবার রাতে মধ্যপ্রদেশের এক গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন ভারতে আসা এই সুইস পর্যটক। এ সময় ধর্ষণকারীদের হাতে প্রহৃত হন ওই সুইস নারীর স্বামী।
ওরচা থেকে আগ্রা যাওয়ার পথে রাত কাটানোর জন্য মধ্যপ্রদেশের দাতিয়ার একটি মন্দিরের কাছে ক্যাম্প স্থাপন করেছিলেন ওই দম্পতি। স্থানটি দাতিয়া শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত।
ধর্ষিতা নারীর স্বামীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ওই দম্পতির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে পিটিয়ে আহত করে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে তারা।
ধর্ষণের শিকার ওই নারীকে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



