যখন পারিবারিক প্রশ্ন করছিলাম, তখন সে আমার সাথে কথা বলতে বিব্রত বোধ করলো বললো,
- আপনি আমাকে এতো প্রশ্ন কেনো করছেন ? আপনি আমার নাম্বার কোথায় পেলেন ?
- প্রশ্ন করছি আপনার সাথে পরিচিত হওয়ার জন্য, আর নাম্বার আমার বন্ধু দিয়েছে।
- আপনার বন্ধুর নাম বলেন।
- দুঃখিত নাম বলতে পারবোনা।
- ঠিক আছে আল্লাহ হাফেজ, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই।
এখন অনেক রাত।
- আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কাল একবার ফোন দিব.
- না তার কোন প্রয়োজন নাই।
- একটা ফোন শুধুমাত্র।প্লিজ
- আপনি ফোন না দিলেই আমি খুশি হই।
- প্লিজ একটা ফোন দিবো শুধুমাত্র।
- আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন।
- আচ্ছা ঠিক আছে,ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
পরদিন--------------
ভোরে এয়ারপোর্ট থেকে এসে ঘুমালাম।বিকেলে বের হলাম সকল পুরোনো বন্ধুদের ফোন করে একত্রিত হলাম।চায়ের দোকানে আড্ডায় মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায়।আড্ডা দেয়ার এক পর্যায়ে আমি উঠে গিয়ে ফোন দিলাম নন্দিতা কে।
- হ্যালো আস সালামু আলাইকুম।
- অলাইকুম আস সালাম, কেমন আছেন আপনি।
- কে বলছেন প্লিজ
- আমি সেলিম।
- কোন সেলিম?
- কাল রাতে আমি আপনাকে ফোন করেছিলাম।
- কেন ফোন করেছেন আবার, আপনাকে না নিষেধ করলাম।
- না মানে, কাল রাতে আপনি কি বিরক্ত হয়েছিলেন
- আপনি আমার নাম্বার কোথায় পেলেন, আপনার বন্ধুটা কে ?
- আমি বলেছি নাম বলা নিষেধ আছে
- নাম না বললে আমি আপনার সাথে কথা বলবো না।রাখি আল্লাহ হাফেজ।
- শুনুন শুনুন, ফোন কাটবেন না প্লিজ,( পড়লাম তো উভয় সংকটে , এখন কি করি।বন্ধু বলেছে নাম না বলতে, আর উনি বলছেন না বললে কথাই বলবে না )
- নাম বলেন আপনার বন্ধুর
- ঠিক আছে তাহলে, কথা দেন ওকে কিছু বলবেন না।
- আচ্ছা ঠিক আছে বলেন।
- কি আর করার আমার সেই ভালো বন্ধুটির নাম বলে দিলাম।
- আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ
আমি কিছু বলে উঠার আগেই, এই বলেই ফোন রেখে দিলেন।
তারপর আবার আমাদের আড্ডা কন্টিনিউ হলো।এর মধ্যে আমার সেই বন্ধুটি আমকে ফোন দিলো।
- তোমারে না করছিলাম নন্দিতারে আমার নাম বলতে।তুমি বলেদিলা কেন?
- দোস্ত, রাগ করিসনা, নাম না বললে সে কথা বলবেনা তাই বলেছিলাম,কিন্তু কেনো তোরে কে বললো।
- আর কে , আমরে তো ফোন কইরা ঝাড়ছে নন্দিতা।
- কি বলছে ও আমারে কথা দিয়েছিলো যে তোরে কিছু বলবে না।
- আর বলিস না, কত কথা আমারে শুনালো।
- কি বলছে ?
- আর কি , নন্দিতাঃআমারে কি পাইছো, কি তোমার সাথে বন্ধুত্ব রাখছি বলে কি যারে তারে আমার দিয়ে বেড়াবা।আজকের পর থেকে তুমিও আমার কাছে ফোন দিবানা,আর তোমার বন্ধুরে বলবা আমরে যেন কখনো ফোন না দেয়।আমরে রাস্তার মেয়ে পাইছো যে নাম্বার বিলিয়ে বেড়াও।
শোন দোস্ত তুই আর ওরে ফোন দিসনা।
- আচ্ছা ঠিক আছে তুই আয় পরে সরাসরি কথা বলবো, আমারা মার্কেটের চায়ের দোকানে আছি।
- আচ্ছা ঠিক আছে।
আমি খুব দুষ্টু প্রকৃতির ছেলে ছোটবেলা থেকেই।আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি, আমার পরিবার থেকে।
আমার খুব জ্বিদ হলো, আমার বন্ধুর কথা শুনে।তাই আর দেরি না করেই নন্দিতারে ফোন দিলাম।
- আপনি না বলেছেন আমার বন্ধুরে কিছু বলবেন না ।ঠলে কথা রাখলেন না কেনো ?
- আপনি আমাকে আবার ফোন কেনো দিলেন।
- আমি আমার কথার জবাব পাই নাই।
- আমি বাধ্য নই আপনাকে অবহিত করতে।
- আপনি একজন মেয়ে মানুষ, তাই আপনার সাথে তর্ক করবো না।
শুধু এতটুকুই বলবো, কথা দিলে কথা রাখতে হয়। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
এরপর অনেক দিন অতিবাহিত হলো, নন্দিতাকে ফোন করলাম না।আমি আবার আমার কর্মস্থলে দেশের বাহিরে চলে এলাম।
সবাই ভালো থকবেন।এই কামনায়
চলবে---------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




