আজিব এক দেশ!
এই দেশে মানুষের বসবাস আসলেই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে!
কি খুজবেন যেখানে কোন সমস্যা নেই, সমস্যাছাড়া কোন কিছুই নাই!
ভাই থাকি সিদ্বেসরীতে, ডিসের কানেকশান নিছি ২ বছর তয় কি করব বুঝতাছি না। বাড়িওয়ালাকে আলাদা নাইন দিছে আর তার কাছে বিল ও নে না!
আমরা ভাড়াটিয়ারা আছি মহা বিপদে। কোন সার্ভিস নাই, মাসে ১৫দিন লাইন থাকে না আবার থাকলে ৫-৬টা বাংলা চ্যানেল ছাড়া আর কোন চ্যানেলই দেখা যায় না।
এখন শুনলাম ঐ লাইন ছাড়া অন্য কোন লাইন ও নিতে পারব না! মগের মুল্লুক! তাইলে লাইনও ঠিক করবে না, ঠিকমত সার্ভিস ও দিবে না কিন্তু টাকা দিতে হবে।
এইটা কিরকম নিয়ম? কি করা যায় বুজতেছি না। অন্য লাইন ও এই এলাকায় নাই..এইটা নাকি ঢাকা শহরে একই নিয়ম! তাইলে অভিযোগ করবটা কোথায়? দৈনিক ফোন করি আর একই কথা..কাল সকালে ঠিক করে দিচ্ছি!!
কেউ কোন সমাধান কি দিতে পারেন? বড় বিপদে আছি..আমি আবার ফুটবল ভক্ত, সারারাত খেলা দেখি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


