কোন এ গ্রীষ্মের ছুটিতে কতগুলো বালক ছোট একটা নদীর তীরে খেলা করছিলো। তাদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম “গফ্ফার”। কিন্তু সকলেই তাকে “মিনই” বা ঘৃণ্যবালক বলে ডাকত। কারণ, সে প্রাণীদের প্রতি ভয়ংকর সব আচরণ করত। যেহেতু সে ছিল একটু আলাদা তাই অন্যান্যদের এ গতানুগতিক খেলা তার কাছে আর উপভোগ্য মনে হচ্ছিল না; বিরক্ত হচ্ছিল। সে এমন কোন খেলা খেলতে চাচ্ছিল যা হবে আরো বেশী উত্তেজনাপ্রদ, রোমাঞ্চকর এবং আনন্দদায়ক। অন্যরা কিছু কিছু পরামর্শ দিল যে কিভাবে এটা খেলা যায়। কিন্তু তা গফ্ফারের পছন্দ হলো না। মনে মনে ভাবল তারা সব বিরক্তিকর।
এমন সময় সে তার সহমনা কিছু বন্ধুদেরকে আলাদা করে নদীর তীরে ডেকে আনল। তারা ঘোষণা করল যে, তারা এখনই একটা নুতন মজার খেলা খেলবে।
অন্যরা বিষ্মিত হয়ে চিন্তা করতে লাগল কি হতে পারে এই নতুন মজার খেলা?
এমন সময় গফ্ফার এবং তার অন্যান্য বন্ধুরা চুপে চুপে তাদেরই বন্ধু আলীর পিছনে যেয়ে দাড়াল। আলী ছিল এ শহরে নুতন এবং সে সাতার কাটতে জানত না। তারা আলীর হাত-পা ধরে জলাশয়ে ছুড়ে ফেলে দিল।
আলী ভয় পেয়ে গেল। সে তার সাধ্য মত চেষ্টা করতে লাগল সাতার কাটতে। যেহেতু সে সাতার জানে না, তাই যতই সে সাতার কাটতে চেষ্টা করছে ততই ডুবে যাচ্ছে। সাহায্যের জন্যে সে চিৎকার করা শুরু করল। গফ্ফার এবং তার বন্ধুরা তাকে ভীত-সন্ত্রস্থ এবং চিৎকার করতে দেখে হাসতে লাগল। যেন তারা এটাকে খুবই উপভোগ করছে।
এমতাবস্থায় অন্য বালকদের মধ্য হতে একজন তাড়াতাড়ি তার জামা-কাপড় খুলে ফেলল। তার নাম ইসমাঈল। সে ছিল তাদের মধ্যে খুবই সাহসী বালক। এবং সেই কেবল গফ্ফারের মোকাবেলা করতে সক্ষম ছিল। যখনই সে গফ্ফার ও তার সাথীদের আলীকে নিয়ে এ ভয়ানক অন্যায় খেলা দেখল তখন সে তাদের বিরুদ্ধে রুখে দাড়াল। মুহুর্তের মধ্যে আলীকে নিরাপদে তীরে তুলে আনল।
তখন অন্যান্য বালকরা ইসমাঈলকে অভিনন্দন জানালো। এক ব্যক্তি যে তাদের পাশ দিয়ে যাচ্ছিল সে সব লক্ষ্য করল। সুন্দর জামা-কাপড় পরিহিত, সুশ্রী এ ব্যক্তিটি ইসমাঈলের দিকে এগিয়ে গেল এবং তার কাধে হাত রেখে বলল: “হে প্রিয় বৎস! তুমি এমনভাবে কাজটি করেছো ঠিক যেমন ভাবে আমাদের মহানবী (সা.) করতে আদেশ দিয়েছেন। আল্লাহ তোমার উপর খুশি হউন। আমাদের মহানবী (সা.) বলেছেন:
“একজন মুসলিম অন্য মুসলিমের ভাই। সে না তাকে লাঞ্চিত বা নির্যাতন করতে পারে; না তাকে নির্যাতনকারী হতে দিতে পারে।” (সহীহ আল-বুখারী)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



