তুমি ফিরিয়ে দিবে এটা হয়ত কল্পনা করতাম। কিন্তু হঠাৎ করে তোমার দেখা পেয়ে ক্ষণিকের জন্যে তা ভূলে গিয়েছিলাম। আর তাই তো নিজেকে সামলাতে পারিনি তোমার সামনে দাড়ানো থেকে। আশে পাশে অনেকে ছিল। আমার উচিৎ হয়নি এভাবে তোমার সামনে দাড়ানো; এটা আমার ব্যক্তিত্বেরও পরিপন্থী। তবুও পারিনি নিজেকে সামলাতে, পারিনি আমার মনকে বুঝাতে।
তোমার মনে আছে সেই সব দিনগুলো। যখন প্রতিটা মুহুর্তে অপেক্ষায় থাকতাম আমরা। একটু কথা বলার অপেক্ষায়। একটু ...
কত স্বপ্নই না বুনেছিলাম। তোমার মনে আছে....????
খুবই খারাপ লাগছে। খুব, খুব...।
তোমাকে বুঝানোর সাধ্য আমার কখনও ছিলনা আর হবে কিনা তা জানি না।
তুমি যদি এ লেখাটা পড় তাহলে প্লিজ আমার সাথে একবারের জন্যে হলেও যোগাযোগ করো। আমার কিছুই ভাল লাগছে না। আসম্ভব অপরাধী মনে হচ্ছে আমাকে। অসম্ভব...। কিন্তু আমি কি আসলে অপরাধী???
(কি যে লিখছি আমি নিজেই জানি না।)
প্লিজ, ভুল বুঝোনা। আমি এটাও জানি যে, তুমি অন্তত তোমাকে জানতে পারবে। আর তখন হয়ত আমাকে খুজবে।
হয়ত, হয়ত না.....
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



