আপনি যদি ল্যাপটপ ব্যবহারকারী হন, তাহলে এ লেখাটা আপনার জন্যে...
প্রিয় বন্ধুরা যারা ল্যাপটপ ব্যবহার করো, তাদেরকেই বলছি। ল্যাপটপ-এর চার্জার লাগানোর সময় একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করো। কারণ যে কোন সময় ইনপুট ও আউটপুট এক হয়ে যেতে পারে। কারণ, আমরা জানি যে, ল্যাপটপ চার্জারের ইনপুট ২২০ ভোল্ট আর আউটপুট ১৯ ভোল্ট। সাধারণত, ১৯ ভোল্ট বিদ্যুৎ-এর কোন ধরণের সমস্যা হয়না। কিন্তু ২২০ ভোল্ট বিদ্যুৎ-এ মৃত্যু পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য যে, আমরা চার্জারের এডাপ্টারের উপর বিশ্বাস করি। কিন্তু এ যান্তিক এডাপ্টারটা কোন কারণে কাজ নাও করতে পারে। গত ৩০ নভেম্বর ২০০৯ ঠিক এই কাজটিও ঘটেছিল আমার নিজের জীবনে।
ঈদের একদিন পর। রাতে ল্যাপটপ চার্জে রেখে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। রাতে শোবার আগে খেয়াল হলো যে ল্যাপটপ চার্জে লাগানো। অভ্যাসবশত: চার্জারের সুইচ বন্ধ না করেই প্লাগ ধরে দিলাম টান। মুহুর্তের মধ্যে আমি পড়ে গেলাম ফ্লোরে। একবার শুধূ চিৎকার করতে পেরেছিলাম। পাশে ছিল আমার আপার শশুর। মুরুব্বী মানুষ। কেবল ঘুমাতে যাচ্ছিলেন। কোন কিছূ না বুঝেই চিৎকার করে আমাকে জড়িয়ে ধরেন। শীতের দিন বলে কম্বলসহ জড়িয়ে ধরেছিলেন বলে রক্ষা। আমার ছোট ভাই ঘুমিয়ে ছিল পাশের খাটে। উনার চিৎকার শুনে ও জেগে গিয়ে মেইন সূইচ বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের ব্যাপার। অজ্ঞান হয়ে আমি পড়ে রইলাম ফ্লোরে। মুহুর্তের জন্যে মনে হলো আমি মরে যাচ্ছি কিন্তু আমার কিছুই করার নেই। মরতে আমার ভয় নেই কিন্তু এভাবে? ...
পরবর্তীতে অনেক বিদ্যুৎ ও ল্যাপটপ বিশেষজ্ঞের সাথে আলোচনা করেছি। কেউ কোন কারণ বের করতে পারিনি এটা ছাড়া যে, চার্জারের এডাপ্টর সরাসরি কানেকশন হতে পারে। ফলে ঐ মুহুর্তের জন্যে আউটপুট ছিল ২২০ ভোল্টেজ।
ডান হাতের আঙ্গুলের তিন জায়গায় পুড়ে গিয়েছিল। আজ আমি একেবারেই সুস্থ। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই মুহুর্তের কথা একবারের জন্যেই ভূলে থাকতে পারিনি।
সুতারাং ল্যাপটপ ব্যবহারকারী বন্ধুরা চার্জার লাগানোর সময় প্লিজ সাবধান। একটু অসাবধানতাই নিভে যেতে পারে সুন্দর এ জীবন।
আল্লাহ আমাদের সকল বিপদ-মুসিবত থেকে রক্ষা করুন। আমীন।
বিঃদ্রঃ লেখাটি কয়েকদিন আগে আমি পোষ্ট করেছিলাম। কিন্তু এখানে এত অল্পসময় থাকে যে সবাই পড়তে পারে না। লেখাটা সকলের জন্যে জরূরী তাই আবার পোষ্ট করলাম। আমার মনে হয় লেখাটা একটা দিনের জন্যে হলেও প্রথম পাতায় থাকা উচিৎ। বিষয়টা জনগুরুত্বপূর্ণ মনে হলে এডমিনিস্টিটর এটাকে প্রথম পাতায় রাখবেন বলে আশা করি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



