মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া
স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ (টেকি, নন-টেকি সকলের জন্য প্রযোজ্য)
মানবযন্ত্রঃ আমি কি আমার হৃদয়ে ভালবাসা ইনস্টল করতে পারব?
টেক-সাপোর্টঃ অবশ্যই, প্রথমেই আপনি স্টার্ট>রান থেকে আপনার হৃদয়টাকে ওপেন করুন। আপনি কি আপনার হৃদয়টাকে খুঁজে পেয়েছেন?
মানবযন্ত্রঃ হ্যা, কিন্তু সেখানে আরো অনেক প্রোগ্রাম চালু আছে।
টেক-সাপোর্টঃ আপনি বলতে পারেন কি কি প্রোগ্রাম চালু আছে?
মানবযন্ত্রঃ হ্যা..... ঘৃণা.ইএক্সই, লোভ.টিএক্সটি, স্বার্থপর.ইএক্সই, দূর্নীতি.ইএক্সই.........
টেক-সাপোর্টঃ কোন সমস্যা নেই, ভালবাসা.ইএক্সই সেটাপ হওয়ার পর এইগুলি অটোমেটিক ডিলেট হয়ে যাবে এবং ভাবিষ্যতে আর কোন সমস্যা করবেনা। আপাতত টাস্ক ম্যানেজার থেকে উপরের প্রোগ্রামগুলো স্টপ করে দিন। আপনি স্টপ করতে পেরেছেন?
মানবযন্ত্রঃ হ্যা, ভালবাসা.ইএক্সই নিজে নিজেই ইনস্টল হতে শুরু করেছে। এটা কি স্বাভাবিক?
টেক-সাপোর্টঃ হ্যা, কমপ্লিট হলে আপনাকে একটা মেসেজ দিবে, আপনি কি কোন ম্যাসেজ পাচ্ছেন?
মানবযন্ত্রঃ হ্যা, "ইনস্টল কমপ্লিটেড প্রপারলি" এটা কি ঠিক আছে?
টেক-সাপোর্টঃ হ্যা, কিন্তু আপনার হৃদয়ে শুধু মূল প্রোগ্রামটি সেটাপ হয়েছে। এটাকে আপডেট করার জন্য আপনার হৃদয়কে অন্য হৃদয়ের সাথে সংযোগ করতে হবে।
মানবযন্ত্রঃ ওকে, ওহ্... একটা এরর মেসেজ দেখাচ্ছে " এরর-৪২০, ইন্টারনাল এরর" এটার মানে কি?
টেক-সাপোর্টঃ এটা একটা সাধারণ সমস্যা, এটার মানে হল অপরকে ভালবাসার আগে নিজেকে ভালবাসতে হবে। আপনার সেটাপ ঠিক আছে এবং সেটা চালু হয়েছে কিন্তু একটিভ করার জন্য আপনাকে আরেকটু কাজ করতে হবে।
মানবযন্ত্রঃ কি করতে হবে?
টেক-সাপোর্টঃ আপনি প্রোগ্রাম লিস্ট থেকে মাইহার্ট ডিরেক্টরীতে মানবতা নামে একটি ফোল্ডার তৈরী করুন এবং সেখানে ক্ষমা.ইএক্সই, আত্বোসমালোচনা.ইএক্সই, মহত্ব.ডক, উদারতা.ইএক্সই নামের ফাইলগুলি কপি করে পেষ্ট করুন এবং ভালবাসা.ইএক্সই প্রোগ্রামটি রিস্টার্ট করুন। আপনার হৃদয় থেকে কনফ্লিক্টকারী প্রোগ্রামগুলি অটোমেটিক ডিলেট হয়ে যাবে।
মানবযন্ত্রঃ আরে আরে.. আমার মুখে স্মাইল.ইএক্সই প্রোগ্রাম অটোমেটিক চালু হয়ে গেছে। শান্তি.ইএক্সই, আনন্দ.ইএক্সই, দায়িত্বশীলতা.ইএক্সই ফাইলগুলিতো অটোমেটিক চালু হচ্ছে।
টেক-সাপোর্টঃ ফাইন, তার মানে হলো আপনার হৃদয়ে ভালবাসা সঠিকভাবে সেটাপ হয়েছে এবং সুন্দরভাবে কাজ করছে।
মানবযন্ত্রঃ ধন্যবাদ।
টেক-সাপোর্টঃ আরেকটা বিষয় মনে রাখবেন। ভালবাসা একটি ফ্রি-প্রোগ্রাম, যে কোন মানবযন্ত্রে এটি ব্যাবহার উপযোগী। মডিউলভেদে এর প্রকার ভিন্ন হতে পারে কিন্তু যে কোনমানব যন্ত্রে এটি ব্যবহার যন্ত্রকে সুন্দর, স্বভাবিক এবং দীর্ঘকর্মক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করে থাকে।
হ্যাভ এ নাইস ডে।
মানবযন্ত্রঃ থ্যাংক ইউ ভেরিমাচ।
স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।